বাংলাহান্ট ডেস্ক : সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রয়েছে কাশ্মীর (Kashmir Attack)। পহেলগাঁওতে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। পর্যটকদের নাম জিজ্ঞাসা করে হিন্দুদের বেছে বেছে গুলি করার অভিযোগ উঠেছে। যারা জীবিত ফিরতে পেরেছেন তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন, কলমা পড়তে বলা হয়েছিল। অসমের এক বাঙালি অধ্যাপক হিন্দু হয়েও কলমা পড়ে প্রাণে বেঁচে গিয়েছেন। এবার এক বলিউড অভিনেত্রীকে নিদান দেওয়া হল, কাশ্মীর যেতে হলে কলমা পড়তে হবে।
কাশ্মীরের ঘটনার (Kashmir Attack) পর পাকিস্তান থেকে বার্তা অভিনেত্রীকে
অভিনেত্রী পায়েল ঘোষ জানান, কাশ্মীরে (Kashmir Attack) আসার পরিকল্পনা করছিলেন তিনি। ঘটনাক্রমে সেকথা এক পাকিস্তানি বন্ধুকে জানান পায়েল। ওই বন্ধুই নাকি তাঁকে কলমা পড়ে যাওয়ার পরামর্শ দেয়। কাশ্মীরের হামলার (Kashmir Attack) পর এমন মন্তব্যে রীতিমতো বিরক্ত অভিনেত্রী। আর কাশ্মীরে যাওয়া উচিত হবে কিনা সেটাও ভাবছেন তিনি।

কী পরামর্শ দেয় পাকিস্তানি বন্ধু: পায়েল বলেন, এত কিছু না ভেবেই এক পাকিস্তানি অভিনেতা বন্ধুকে কাশ্মীরে (Kashmir Attack) যাওয়ার পরিকল্পনা জানান তিনি। টিকিটও কাটা হয়ে গিয়েছে। পায়েল জানান, তাঁর বন্ধু তাঁকে পরামর্শ দেন, কাশ্মীরে যাওয়ার আগে কলমা শিখে নিতে হবে। নয়তো ‘ফল’ ভুগতে হবে। পায়েল বলেন, এমন মন্তব্য শুনে তাঁর রীতিমতো রাগ হচ্ছে। পহেলগাঁও এর ঘটনা কি তবে মজা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানিদের কাছে?
আরো পড়ুন : ‘…কাপুরুষের কাজ’, পহেলগাঁও হামলায় পোস্ট করেও তড়িঘড়ি মুছলেন শাহরুখের পাকিস্তানি নায়িকা
ক্ষোভ উগরে দিয়েছেন পায়েল: আর কাশ্মীর যাবেন কিনা তা নিয়ে চিন্তা করছেন পায়েল। নিজের দেশেই মানুষ সুরক্ষিত নেই। এমনটা শোনার পর আর যাওয়ার সাহস থাকে? পাকিস্তানিদের সঙ্গে বন্ধুত্ব রাখাটাই তাও ঠিক হয়নি বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
আরো পড়ুন : অরিজিতের পর এবার আরিয়ান, পহেলগাঁও হামলার জেরে বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্রের
গত মঙ্গলবার দুপুরে জঙ্গিরা নির্বিচারে গুলি করে মারে পর্যটকদের। অভিযোগ উঠেছে, গুলি করার আগে হিন্দু মুসলিম আলাদা করা হয়েছিল। বেছে বেছে হিন্দুদের গুলি করার অভিযোগ উঠেছে। সেনা, পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে, তৎক্ষণাৎ অ্যাকশন করা যাবে না, একথা মাথায় রেখেই ওই স্থানে হামলার প্ল্যান করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।





Made in India