বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) লকডাউন অমান্য করা জনতাকে কাবু করতে যাওয়া পুলিশ হামলার শিকার হয়। ওই ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও লকডাউন কার্যকর করতে যাওয়া পুলিশ হামলার শিকার হল। এবার বীরভূমের সিউড়ির হুসনাবাদ এলাকায় উন্মক্ত জনতার শিকার পুলিশ।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। গতকাল রাতে সিউড়ির হুসনাবাদ এলাকায় টহল দিতে যায় পুলিশ। আর সেখানেই ঘটে বিপত্তি। এক জায়গায় বেশ কিছু যুবক একসাথে বসে আড্ডা মারছিল। পুলিশ তাদের দেখে তাড়া করে। পুলিশের তাড়া খেয়ে এক যুবক রাস্তার মধ্যে মুখ থুবড়ে পরে যায়। ওই যুবকের কানে গুরুতর আঘাত লেগেছে বলে খবর।
এরপর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশকে ঘেরাও করে চলে ভাঙচুর। আজ রবিবার সকাল পর্যন্ত হুসনেবাদ এলাকার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেট। পুলিশ জানায়, তাদের পক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি। পুলিশের তাড়া খেয়ে ওই যুবক একাই মুখ থুবড়ে পরে যায় রাস্তায়।
দিন কয়েক আগে টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে শোরগোল পরেছিল রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই ঘটনার পিছনে বিরোধীদের ষড়যন্ত্রের কথাও বলেছেন। তিনি বলেছেন, একটি ছোট্ট ঘটনা নিয়ে বিরোধীরা বিশেষ করে বিজেপি রাজনীতি করছে।
তিনি টিকিয়াপাড়ার ঘটনার পর কড়া অ্যাকশন নিয়েছিলেন। এখনো পর্যন্ত টিকিয়াপাড়ার ঘটনায় ১৪ জন গ্রেফতার হয়েছে। তিনি ওই ঘটনায় বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন। আর সেই ঘটনার রেষ কাটতে না কাটতে আবারও রাজ্যে আক্রান্ত পুলিশ।





Made in India