বাংলা হান্ট ডেস্ক: শীত, গ্রীষ্ম, বর্ষা ছেলে থেকে মেয়ে সকলেই পারফিউমের (Perfume) বিশেষ ব্যবহার করে থাকেন। পারফিউম ব্যবহারে বয়সের কোন ভেদাভেদ নেই। আর উৎসব অনুষ্ঠানে সুগন্ধি ব্যবহার যেন একটু বেশিই বেড়ে যায়। কেতাদুরস্ত সাজ দিয়ে একটু যদি পারফিউম ব্যবহার না করা হয় তাহলে সাজ তো পূরণই হয় না। এটাই সকলে মনে করেন। তবে এবার এই পারফিউম নিয়েই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গলায়, কাঁধে নিত্যদিন যে পারফিউম ব্যবহার করা হচ্ছে, তাতেই লুকিয়ে মারণ ফাঁদ। অকালেই ডেকে আনছেন বিরাট বিপদ, শরীরে হানা দিচ্ছে বড় বড় রোগ।
পারফিউম (Perfume) ব্যবহারে মাথাচাড়া দিচ্ছে বড় বড় রোগ:
আট থেকে আশি সকলেই সুগন্ধি ব্যবহার করে থাকেন। নিত্যদিনের অফিস যাওয়া থেকে শুরু করে কলেজ যেখানেই যান পারফিউমের (Perfume) ব্যবহার দেদার চলছে। আবার কারোর কারোর পারফিউমের প্রতি এতই আকর্ষণ যে প্রতিমাসে এর পিছনেই টাকা খরচ করে থাকেন। আর এবার JAMA নামের নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত গবেষণা অনুযায়ী জানা গিয়েছে, পারফিউমে ফ্যালেটস-এর মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে। এই রাসায়নিক উপাদানটি মানব শরীরের বিভিন্ন রকমের রোগের বাহক।

ঠিক কিসে কিসে ব্যবহার করা হয় ফ্যালেটস রাসায়নিক উপাদান: JAMA নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই ফ্যালেটস শুধু পারফিউমেই (Perfume) নয়, নেলপলিশ, হেয়ার কেয়ার প্রোডাক্টেও ব্যবহার করা হয়ে থাকে। শুনলে অবাক হবেন খাবার প্যাকেজিংয়েও এই রাসায়নিক উপাদানটি প্রয়োগ করা হয়, পাশাপাশি প্লাস্টিক প্রোডাক্ট তৈরির জন্যও এর ব্যবহার রয়েছে। অর্থাৎ বলা যায় মানব জীবনে বিভিন্ন ব্যবহৃত দ্রব্যে এই রাসায়নিক উপাদানটি পাওয়া যাবে। আর যেখান থেকেই সৃষ্টি হচ্ছে একের পর এক বিপদ।
আরও পড়ুনঃ বড় খবর! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত! নির্দেশিকা জারি করল নবান্ন
ঠিক কি কি বিপদ ঘনিয়ে আনছে এই রাসায়নিক উপাদানটি: জানা গিয়েছে, পারফিউম (Perfume) ব্যবহারের ফলে শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। সুগন্ধিতে থাকা রাসায়নিক উপাদানটির কারণে ইনসুলিন প্রতিরোধ, কার্ডিওভাসকুলার রোগ, এমনকি শিশুদের বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে। বিশেষ করে শিশুদের মস্তিষ্ক বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই রাসায়নিক উপাদানটি এতটাই ক্ষতিকর যে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে। এছাড়াও মানব শরীরে এন্ডোক্রাইন সিস্টেমে সমস্যা হয়ে থাকে। যার ফলে প্রজননের ক্ষেত্রেও প্রভাব ফেলে। পাশাপাশি হরমোন নিঃসরণ, থাইরয়েড, মুড সুইং ইত্যাদির মত সমস্যা হতে পারে।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারের ভাতার বদলে একি কাণ্ড! রাজ্য সরকারের প্রকল্প নিয়ে হৈচৈ
এখন প্রশ্ন হচ্ছে, এই রাসায়নিক উপাদান থেকে বাঁচার উপায়: গবেষকদের মতে, আমাদের নিত্যদিনের ছোট ছোট পরিবর্তনেই জীবনের ক্ষতি হওয়া থেকে বাঁচা যায়। তার জন্য এমন পারফিউম (Perfume) ব্যবহার করতে হবে যাতে ফ্যালেটস উপাদানটি নেই। এমনকি অতিরিক্ত সুগন্ধিযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট কিংবা ডিটারজেন্টও ব্যবহার থেকে বিরতি নিতে হবে। তাহলেই সমস্যার সমাধান হবে।





Made in India