বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তি যত আধুনিক হচ্ছে ততই বাড়ছে জালিয়াতি। প্রতারকরা বিভিন্ন উপায় অবলম্বন করে সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। সম্প্রতি এক মুম্বাইয়ের বৃদ্ধা ১.৩ কোটি টাকার সম্পত্তি বিক্রয়ের ট্যাক্স সংক্রান্ত নোটিশ পান। তারপর জানা যায় তাদের প্যান নম্বর (Permanent Account Number) অপব্যবহার করে করা হয়েছে জালিয়াতি। আয়কর আপিলেট ট্রাইবুনাল পর্যন্ত পৌঁছে যায় সেই মামলা।
তদন্তে জানা যায় যে বৃদ্ধা এই নোটিশ পেয়েছেন তিনি লিখতে বা পড়তেই জানেন না। তিনি একজন ক্যান্সার রোগী। সেই কারণে তিনি সময় মতো এই নোটিসের জবাব দিতে পারেননি। আয়কর আপিল ট্রাইবুলানে এই মামলা উঠলে কটাক্ষের মুখে পড়েন আইটি আধিকারিকরা। ট্রাইবুলান বলে যে এই নোটিশ পাঠানোর আগে তদন্তই করেননি আয়কর আধিকারিকরা। গোটা দেশজুড়ে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল! মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ
একটি রিপোর্ট থেকে জানা গেছে, সাড়ে সাত কোটি টাকার একটি আয়কর নোটিশ পাঠানো হয়েছিল মধ্যপ্রদেশের বেতুলের বাসিন্দা ঊষা সোনির নামে। তবে ঊষা সোনির মৃত্যু হয় ১০ বছর আগেই। আরো একটি রিপোর্ট থেকে জানা যায়, রাজস্থানের একটি ছোট্ট মুদি দোকানের মালিক নন্দলালের নামেও এসেছে ১২.২ কোটি টাকার আয়কর নোটিশ (Income Tax Notice)। উপায় না দেখে নন্দলাল দ্বারস্থ হন পুলিশের।

সূত্রের খবর, প্রায় ৭০ কোটি মানুষের তথ্য রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের ডেটাবেসে। সিবিডিটি বলছে, রিপোর্টিং কর্তৃপক্ষের দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে পদক্ষেপ করে আয়কর দপ্তর। এছাড়াও সিবিডিটি বলছে, কোনও ব্যক্তির মৃত্যুর পরেও নিষ্ক্রিয় করা হয় না প্যান নম্বর। তাহলে সমস্যা হতে পারে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের সম্পত্তি পেতে। বর্তমানে এই প্যান নম্বর জালিয়াতি করেই বাড়ছে প্রতারণার সংখ্যা।





Made in India