বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের আগেই এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেড় বছরেরও বেশি সময় পরে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমতে পারে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য যে, ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল দেশবাসীর জন্য বড় স্বস্তি আনতে পারে।
মূলত, OMC-গুলি অর্থাৎ অয়েল মার্কেটিং কোম্পানিগুলি অবশেষে পেট্রোল, ডিজেলের হার কমাতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শেষবার জ্বালানির দাম কমানো হয়েছিল গত বছরের ২১ মে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তখন পেট্রোলের ওপর ৮ টাকা এবং ডিজেলের ওপর ৬ টাকা আবগারি শুল্ক কমিয়েছিলেন।
পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে: ২০২৩ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আগের বছরের উচ্চ মাত্রার থেকে কমে যাওয়ায় ইন্ডিয়ান অয়েল (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়ামের মতো OMC-গুলির কাছ থেকে ২০২৪ সালে ডিজেল এবং পেট্রোলের দাম কমানোর জন্য বড় প্রত্যাশা রয়েছে।

এদিকে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, জ্বালানীর দাম হ্রাস হতে পারে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকার মধ্যে। তবে, এই দাম কমানোর ধাক্কা কে বহন করবে সেটি এখনও স্পষ্ট নয়। সরকার আবগারি শুল্ক কমিয়ে এটির বোঝা বহন করতে পারে। আবার OMC-গুলি মার্কেটিং মার্জিনকে প্রভাবিত করেও দাম কমাতে পারে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, OMC-গুলি এখন পেট্রোলে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৩ থেকে ৪ টাকা লাভ করছে। এদিকে, ২০২২ সালে সংস্থাগুলি পেট্রোলে প্রতি লিটারে ১৭ টাকা এবং ডিজেলে ৩৫ টাকা প্রতি লিটারের সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছিল।
আরও পড়ুন: এই বয়স পর্যন্ত বাচ্চাদের লাগবেনা ট্রেনের টিকিট! সফর করার আগে এখনই জেনে নিন রেলের নিয়ম
তেল সংস্থাগুলির শেয়ার: উল্লেখ্য যে, ২০২৩ সালের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ শুক্রবার তেল বিপণন সংস্থাগুলির শেয়ারগুলি প্রভাবিত হয়েছে। ইন্ডিয়ান অয়েলের শেয়ার ২ শতাংশের বেশি নিচে নেমে সকাল ১০ টা ০৮-এ ১৩০.৪৫ টাকায় লেনদেন হয়। পাশাপাশি, HPCL-এর শেয়ার প্রায় ৪ শতাংশ কমে গিয়ে ৪০১.৬০ টাকায় পৌঁছয় এবং BPCL-এর শেয়ার প্রায় ৩ শতাংশ কমে ৪৫৩.০৫ টাকায় ছিল।





Made in India