বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের মরশুমেও মাথায় হাত মধ্যবিত্তের। লাগাতার বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল ও ডিজেলের দাম (petrol diesel price) যেন ধীরে ধীরে আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। গাড়িতে তেল ভরতে গিয়েই পকেট পরিণত হচ্ছে গড়ের মাঠে। আনন্দের মাঝেও যেন বিষাদের ছায়া দেখা যাচ্ছে মধ্যবিত্তের চোখে মুখে।
আজকের দিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৩ পয়সা, আবার ডিজেল বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। যার ফলে পেট্রোলের নতুন দাম দাঁড়াল ১০৬ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৭ টাকা ৬৮ পয়সা। পেট্রোল সেঞ্চুরি টপকে গেলেও, সেইদিকেই এগোচ্ছে ডিজেল।

উৎসবের মরশুমেও ছাড় নেই। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাড়িয়েই চলেছে জ্বালানির দাম। একদিকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম (ব্যারেল প্রতি ৭২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ ডলার) এবং অন্যদিকে বেড়েছে কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স। যার ফলে আগুনছোঁয়া হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম।
হিসেব বলছে, গত বছর ডিসেম্বর থেকে এখনও অবধি একটু একটু করে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় ২১ টাকা এবং ডিজেলের বেড়েছে ১৯ টাকারও বেশি। সেইসঙ্গে করোনা আবহে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি মাছ-মাংস থেকে আনাজ, সবজি বাজারও উর্দ্ধমুখী।

আবার অন্যদিকে আগুন জ্বলছে মধ্যবিত্তের হেঁশেলেও। জ্বালানি তেলের ন্যায় দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। প্রায় ১০০০ টাকা ছুঁইছুঁই হয়েছে রান্নার গ্যাসের দাম। আগে যদিও বা বেশি পরিমাণে সাবসিটি পাওয়া যেত সরকারের কাছ থেকে, এখন সেই পরিমাণও কমে দাঁড়িয়েছে ১৯ থেকে ২০ টাকা। সবদিক থেকেই উভয় সংকটে দিন কাটছে মধ্যবিত্তের।
 
			 





 Made in India
 Made in India