বাংলা হান্ট ডেস্ক: প্রতিনিয়ত রাজনৈতিক মহলে বিভিন্ন বিরল কান্ডের জেরে এমনিতেই সরগরম থাকে গোটা দেশ, এবার আরো এক অদ্ভুত ঘটনা ঘটল। রবিবার প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হয় নিগমবোধ ঘাটে। দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেখানে। বিরাট সংখ্যক ভিভিআইপি থাকায় বেশ কড়াকড়ি করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। এসবের মধ্যেই ঘটে গেল বিরল এক ঘটনা। অরুণ জেটলির শেষকৃত্যে এসে নিগমবোধ ঘাটে মোবাইল ফোন খোয়ালেন কেন্দ্রীয় অরণ্য ও পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ ১১জন ব্যক্তি।

শুধু বাবুল নয়, পতঞ্জলির মুখপাত্র তিজারাওয়ালাও রয়েছেন ফোন হারানো ব্যক্তিদের তালিকায়। সোমবার টুইটারে এই ফোন চুরি যাওয়ার ঘটনার কথা জানিয়ে টুইটারে পোস্ট করেন তিনি। ঘটনাচক্রে তিজারাওয়ালা তার টুইটার পোস্টে দিল্লি পুলিস ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন, এবং জানান, রবিবার নিগমবোধে তাঁর ফোন চুরি গিয়েছে। তাঁর সাথে আরও দশ জন ব্যক্তির ফোন চুরি গিয়েছে ওইদিন। বাবুল সুপ্রিয় ও রয়েছেন এই ফোন চুরি যাওয়া ব্যক্তিদের মধ্যে।
রবিবার নিগমবোধ ঘাটে শেষকৃত্য চলাকালীন ছবি পোস্ট করেছিলেন তিজারাওয়ালা। সেই ছবি রিটুইট করে তিনি লেখেন, “অরুণ জেটলিকে যখন সবাই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তখন তাঁদের ফোনগুলিও বিদায় জানায়।”





Made in India