বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি( Recruitment Scam) ইস্যুতে জেরবার রাজ্য সরকার। হাজারো আন্দোলন অনশনের মাঝে দীর্ঘ ৬ বছর পর প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা নিচ্ছে পর্ষদ। গতকালই টেট পরীক্ষার নিরাপত্তা নিয়ে পর্ষদকে সাধুবাদ জানিয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে পরীক্ষা, এমনটাই জানিয়েছিলেন তিনি। অন্যদিকে স্বচ্ছতার একেবারেই বিপরীত ছবি দেখা গেলো মুর্শিদাবাদের (Murshidabad) এক পরীক্ষার সেন্টারে।
কড়া নজরদারি, নিরাপত্তা, চেকিং, বায়োমেট্রিক পদ্ধতি মেনে এবারের টেট সম্পন্ন হচ্ছে বলে দাবি পর্ষদ তরফে। অন্যদিকে এই সমস্ত দাবীকে রীতিমতো ধুলোয় মিশিয়ে পরীক্ষা কেন্দ্রে অবাধে ঘুরতে দেখা গেল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে (TMC Panchayat Pradhan)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সেন্টারে।
একদিকে চলছে প্রাইমারি টেট পরীক্ষা,অন্যদিকে ফোন হাতে পরীক্ষার্থীদের সঙ্গে কথোপকথন তৃণমূল পঞ্চায়েত প্রধানের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ফের কাঠগড়ায় টেট। যেখানে পরীক্ষা চলছে সেখানে ঠিক কোন নিয়মে পঞ্চায়েত প্রধান পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে গেলেন? কীভাবেই তা সম্ভব? স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে সংশ্লিষ্ট স্কুল প্রশাসন। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম মোমিনুল হাসান। জানা গিয়েছে সেই এলাকারই তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি। পরীক্ষা কেন্দ্রে অবাধে বিচরণ করছেন এই নেতা। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

পরীক্ষা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। যেই টেট নিয়ে নাকি এত নিরাপত্তার বাহার সেখানে ফের প্রকাশ্যে অস্বচ্ছতা! তবে কি পূর্বের ধারা অব্যাহত রেখে এবারও সেই দুর্নীতি? এমনই একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে চারিদিক থেকে। সাথেই প্রশ্ন উঠছে যেখানে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ সেখানে কে তুলল এই ছবি! কীভাবেই বা তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে স্বচ্ছতার কাঠগড়ায় ফের একবার প্রাইমারি টেট।
 
			 
 
    




 Made in India
 Made in India