বাংলা হান্ট ডেস্কঃ পৃথিবীতে এমন কম মানুষই আছে, যারা বাচ্চা পছন্দ করে না। সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিউট বাচ্চাদের ছবি দেখে সেটিকে লাইক করা বাদ দিয়ে স্ক্রল করে বেরিয়ে যাওয়া মানুষ নেই বললেই চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই এক কিউট বাচ্চার ছবি দারুন ভাইরাল (Viral Photo) হচ্ছে।
ফটোগ্রাফার ললিত দত্তাত্রেয় লাংডে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বাচ্চার ছবি শেয়ার করেছেন, সেটা নেটিজেনরা দারুণ পছন্দও করছে। এই ছোট বাচ্চা দক্ষিণ ভারতীয় পোশাক পরে কলা পাতার উপর শুয়ে আছে। তাঁর গলায় মালা আছে আর মাথায় একটি তিলকও কাটা আছে। নিজের কিউট হাসি দিয়ে সবার মন জয় করে নিচ্ছে এই ছোট্ট শিশু। এই ছবি থেকে নজর সরিয়ে নেওয়া সবার পক্ষেই খুবই মুশকিলের কাজ।
https://www.instagram.com/p/B7GCYIxAKt9/?utm_source=ig_embed
ললিত ওই ছোট বাচ্চার আরেকটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে রুদ্রাক্ষের মালার উপরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর গলায় রুদ্রাক্ষের একটি মালাও আছে। শিশুটির হাতে একটি ঘণ্টা আছে। এবং মাথায় একটি তিলক আছে। কাঁধে পৈতে আর রঙিন ধুতি পরা এই বাচ্চার ছবি দারুণ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/B7dFzvZgOOb/?utm_source=ig_embed





Made in India