বাংলা হান্ট ডেস্ক : বাংলার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে একেবারে ছক্কা হাঁকিয়েছে প্রশান্ত কিশোরের দল। রাজ্যে তৃণমূলের ভরাডুবির পরও বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যেতে গিয়েই বিধানসভা উপনির্বাচনে তিন তিনটি আসনেই হ্যাটট্রিক জয় পেয়েছে তৃণমূল আর তাই তো তাঁর সাফল্যের পিছনে বড় করে দেখা হচ্ছে প্রশান্ত কিশোরের দলকে। তাই বাংলার সাফল্যের পর এ বার প্রশান্ত কিশোরের টিম পাড়ি দিয়েছে রাজধানী শহরে।
আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের সপক্ষে প্রচার করার ভার নিয়েছে প্রশান্ত কিশোর। আগামী বছরের শুরুতেই দিল্লির ভোট হবে তাই তার আগেই প্রচার শুরু করতে শুক্রবার নতুন করে আম আদমি পার্টির স্লোগান প্রকাশ করল টিম পিকের দল, আজ ছবিতে পাঁচ সাল লাগে রহো কেজরীবাল। আসলে গত পরে দিল্লি বিধানসভা নির্বাচনে তখন দেশজুড়ে মোদী ঝড় উঠেছে ঠিক তখনই আম আদমি পার্টি দিল্লিতে 67 টি আসনে জয়লাভ করে বিজেপির তা মুখকেই ভোঁতা করে দিয়েছিল এক প্রকার।
আর তখন প্রচারের স্লোগান ছিল পাঁচ সাল কেজরিওয়াল কেজরিওয়াল, পাঁচ বছর পরে সেই গানটির একটি সংস্করণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। এই স্লোগানের শুভ মহরত হয়েছে আজ অর্থাত্ শুক্রবার। আসলে পাঁচ বছর আগে দিল্লিতে আম আদমি পার্টিকে নিয়ে যে ভাবে হুল্লোড় ছিল এখন কিন্তু আর নেই তাই তো কিছুটা হলেও চাপে পড়েছে আমআদমি পার্টির প্রধান। কারণ দিল্লিতে যে ভাবে বিজেপি সরকারের প্রাধান্য শুরু হয়েছে তাতে খানিকটা হলেও চিন্তিত কেজরীবাল দল।
অন্যদিকে আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে সরিয়ে দিয়ে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনও অবধি পূর্ণ হয়নি আর তা নিয়ে নির্বাচনের জন্য কিছুটা হলেও ভয় পেয়েছে আম আদমি পার্টি আর তাই তো কয়েক মাস আগে থেকেই কোমর বেঁধে প্রচারে নামতে চাইছে বলে সূত্রের খবর।





Made in India