বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনার দ্বিতীয় ঢেউ দেশে ভয়াল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে গোটা দেশজুড়ে আর লকডাউন সম্ভব নয়। এর জন্য দেশবাসীকেই সতর্ক হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তদুপরি দেশে করোনা সংক্রমণ একেরপর এক রেকর্ড তৈরি করে ক্রমে ঊর্ধ্বমুখী।
এই পরিস্থিতিতে সিবিএসই (CBSE Board Exam) বোর্ডের আসন্ন দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এর পরিবর্তে বিকল্প প্রক্রিয়া গ্রহনের আর্জি জানিয়েছেন তিনি। গতকাল একটি টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন, ‘কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) পরীক্ষা রদের’।

একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, দিল্লিতে প্রায় ৬ লক্ষ পড়ুয়া এবং ১ লক্ষ শিক্ষক তাতে অংশ নিতে চলেছে। আগামী ৪ মে থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। তাই পরীক্ষা কেন্দ্রগুলি যাতে করোনার হটস্পট তৈরি না হয় এবং দিল্লির করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছ, তাঁর প্রভাব যেন ছাত্রছাত্রীদের উপর না পড়ে, তাই সিবিএসই-কে (CBSE) বোর্ড পরীক্ষা রদের আর্জি জানাচ্ছি বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যের পর পড়ুয়া থেকে শিক্ষকমহল সবার মধ্যেই পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে এনিয়ে জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে আগেই মনে করেছিল বিশেষজ্ঞ মহল।
সেই মত পিছিয়ে বাতিল হল সিবিএসই-র দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। শুধুমাত্র কয়েকটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন দেওয়া হবে, তার ওপরেই পরীক্ষার ফল নির্ভর করবে। তবে কেউ সেই নম্বরে সন্তুষ্ট না হলে, করোনা পরিস্থিতি ঠিক হলে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অন্যদিকে পিছিয়ে দেওয়া হল দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাও। আপাতত ওই পরীক্ষা স্থগিত রেখে, আগামী ১ জুন ফের বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করার পর সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়। তবে সেই সময় অন্তত ১৫ দিন আগে পরীক্ষার নোটিস দেওয়া হবে বলেও জানানো হয়।





Made in India