বাংলা হান্ট ডেস্ক: ছাত্র-পুলিশ সংঘর্ষ যেন এক গতানুগতিক ঘটনা বাংলায়। প্রতিনিয়ত এমত ঘটনা উঠে আসে সংবাদ মাধ্যমগুলিতে। যার ফলে বারবার প্রশ্ন উঠে এ কেমন শিক্ষা ব্যবস্থা? যেখানে ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলতে বাধ্য হয় পুলিশ?। সম্প্রতি স্কুলের পরিচালন কমিটির সঙ্গে শিক্ষকদের বাদানুবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোসাবার রাঙাবেলিয়া হাই স্কুল।
ঘটনাচক্রে পরিচালন কমিটির সঙ্গে শিক্ষকদের বচসা শুরু হতে না হতেই, শিক্ষকদের পাশে এসে দাঁড়ায় ছাত্র-ছাত্রীরাও। কিন্তু এরপর এই ঘটনার পরিস্থিতি খানিকটা ভোল পাল্টায়। অভিযোগ উঠেছে যে ঘটনাচক্রে পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহতও হয়। যদিও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে পুলিস।

বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবার রাঙাবেলিয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে পরিচালন কমিটির প্রতিনিধিদের প্রথমে বিশাল গন্ডগোল শুরু হয়। এরপর যখন ধীরে ধীরে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে থাকে পরিচালন কমিটির সঙ্গে বাদানুবাদ শুরু হয় শিক্ষকদের, ঘটনাচক্রে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের পাশে দাঁড়ায়।
শুধু তাই নয় এরপর পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে পঞ্চায়েত অফিসের সামনে আসে। শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিস। শুধু তাই নয় অভিযোগ উঠেছে যে ঘটনাচক্রে এমনকী ছাত্র ছাত্রীদের ওপর লাঠিচার্জও করে পুলিস। যার জেরে, বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছে। তাদেরকে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। অন্যদিকে পুলিস অবশ্য অস্বীকার করেছে এই লাঠিচার্জের অভিযোগ।





Made in India