বাংলাহান্ট ডেস্ক : আজ সকালে ইউটিউবার শুদ্ধশীল ঘোষের (Shuddhashil Ghosh) বাড়িতে গিয়ে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, একটি বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে ইউটিউবার শুদ্ধশীল ঘোষের সোনারপুরের ফ্ল্যাটে।
শুদ্ধশীল ঘোষের (Shuddhashil Ghosh) বাড়িতে পুলিশ কেন?
শুদ্ধশীল ঘোষের (Shuddhashil Ghosh) ফ্ল্যাটে গিয়ে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা কালনা থানার পক্ষ থেকে এসেছেন। এমনকি তাদের সাথে রয়েছে সার্চ ওয়ারেন্ট। কালনা থানার পুলিশ জানায় যে শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে কেস রয়েছে কালনা থানায়। তাই শুদ্ধশীল ঘোষের বাড়ি সার্চ করা হবে পুলিশের পক্ষ থেকে।

পুলিশের পক্ষ থেকে এই ইউটিউবারকে (YouTuber) জেরা করার কথাও জানানো হয়। সূত্রের খবর, প্রথমে শুদ্ধশীল ঘোষের পরিবার ফ্ল্যাটের দরজা খুলতে অস্বীকার করে। তারা জানান যে এই বিষয়ে কিছুই জানা নেই তাদের। অনেকেই মনে করছেন শুদ্ধশীল ঘোষের পরিবার হয়ত অপেক্ষা করছেন তাদের আইনজীবির জন্য।
আরোও পড়ুন : বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগে রোহিতকে নিয়েই বাড়ছে”টেনশন”! কারণ জানলে হয়ে যাবেন “থ”
পাশাপাশি, অনেকেই ভাবতে থাকেন আইনজীবী আসলে সার্চ ওয়ারেন্টের সত্যতা পরীক্ষা করার পর শুদ্ধশীলের পরিবার সম্মত হবেন। যদিও আজ সকাল থেকে এই ঘটনা নিয়ে উত্তাল হচ্ছে সমাজ মাধ্যম। কেন বারবার ইউটিউবারদের ওপর পুলিশের কোপ পড়ছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শুদ্ধশীল ঘোষ ইউটিউবে ‘প্রিয় বন্ধু মিডিয়া’ নামক একটি চ্যানেল পরিচালনা করে থাকেন।
সেখানে এই ইউটিউবার সম্প্রতি মুখ খুলেছেন আরজি কর কান্ড নিয়ে। শুদ্ধশীল একাধিক ভিডিওতে প্রশ্ন তুলেছেন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে। শুদ্ধশীলের বাড়িতে আজ পুলিশ পৌঁছানোর পর তাই অনেকেই প্রশ্ন তুলছেন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। তবে কি বাংলার সরকার পরোক্ষভাবে মুখ বন্ধ করতে চাইছে ইউটিউবারদের, এই প্রশ্নই তুলছেন নেট ব্যবহারকারীরা।





Made in India