বাংলা হান্ট ডেস্ক: মালদার ইংরেজবাজার থানার পুলিশ প্রায় ৯০ লাখ টাকা-সহ এক গ্রেপ্তার করল লরিচালককে। কোথা থেকে এলো এত টাকা? এর উত্তর ঠিকভাবে দিতে না পারায় গ্রেফতার করা হলো লরি চালককে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ছিল পুলিশ, গতকাল রাত 11টা নাগাদ মালদার ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় যদুপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। একটি লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চালকের আসনের নিচে লুকানো 90 লাখ 7 হাজার 500 টাকা। লরির চালক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয় । তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় খালাসি রাজু শেখ।
 
			 





 Made in India
 Made in India