বাংলা হান্ট ডেস্ক : ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে রাজনৈতিক সম্পর্ক যতই তলানিতে ঠেকুক না কেন, প্রেমে কোনও বাধা নেই। অঞ্জু এবং নাসারুল্লাহর (Nasrullah) প্রেম কাহিনি এখন সংবাদের শিরোনামে। ভারতের অঞ্জু এখন পাকিস্তানের ফতিমা। ফেসবুক ফ্রেন্ডের টানে স্বামী সন্তানকে ফেলে দেশ ছেড়েই চলে গেছেন তিনি। যদিও এবার তার পাকিস্তানের বাসও নাকি শেষ হয়েছে। খুব শীঘ্রই তিনি পড়শীদেশের পাঠ চুকিয়ে ভারতে ফিরছেন। তবে ফিরেই যে তাকে বরণডালা সাজিয়ে বরণ করা হবে এমনটাও কিন্তু নয়। কারণ রাজস্থান পুলিশ (Rajsthan Police) সূত্রে খবর, অঞ্জু ফেরা মাত্রই সবার আগে তাকে জেরা করা হবে।
উল্লেখ্য, রাজস্থানের এই গৃহবধূ বাড়ি ছেড়ে পালানোর পরপরই তার নামে এফআইআর করেন স্বামী অরবিন্দ। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতেই জেরা করা হবে অঞ্জুকে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে পুলিশ সুপার যোগেশ দাধিচ বলেন, অঞ্জু ভারতে পা রাখা মাত্রই তাকে ও তার স্বামী দুজনকেই জেরা করা হবে। তারপরেই কোনও পদক্ষেপ নেওয়া হবে।
অঞ্জুর ভারতীয় পরিবারের কথা বললে, তার দুই সন্তান রয়েছে। ছেলের বয়স ৬ বছর অন্যদিকে মেয়ের বয়স ১৫ বছর। সেই সন্তানদের একা ফেলেই পাকিস্তানে প্রেমিকের কাছে পাড়ি দিয়েছিলেন অঞ্জু্। আর এখন নাকি সন্তানদের সঙ্গে দেখা করার জন্যই দেশে ফিরতে চাইছেন তিনি। যদিও অরবিন্দ বিষয়টিকে হালকাভাবে দেখছেননা। ইতিমধ্যেই ৩৬৬ ধারায়, ৪৯৪ ধারায়, ৫০০ ও ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করেছেন তিনি।
আরও পড়ুন : এবার গ্যাস সিলিন্ডার পিছু মিলবে ৫০০ টাকার ভর্তুকি! ভোটের আগেই দেশবাসীর জন্য নয়া চমক
নাসারুল্লাহর সাথে অঞ্জুর সম্পর্ক নিয়ে কথা বললে, তাদের যোগাযোগ হয় অনলাইনে। স্বামী-সন্তান নিয়ে সংসার করা অঞ্জু যে কখন নাসারুল্লাহর প্রেমে পড়ে যান তা তিনি নিজেও জানেননা। আর সেই প্রেমের টানেই ওয়াঘা-আটারি বর্ডার দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমান দুই সন্তানের মা। সেখানে গিয়ে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন। যদিও প্রথমটা তিনি বলেন, নাসারুল্লাহ নাকি কেবলই তার বন্ধু।
আরও পড়ুন : পাত্তা পাবেনা দীঘা-পুরী, মাত্র ২০০০ টাকার বিনিময়ে ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থান থেকে

ওদিকে অঞ্জু অধুনা ফতিমার বর্তমান স্বামী নাসরুল্লাহ জানিয়েছেন তিনি রাজস্থান আসতে চান। এই বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেটও চেয়েছেন এই পাকিস্তানি যুবক। তিনি পাকিস্তানের একটি নিউজ এজেন্সির সাথে কথা বলে জানিয়েছেন, ‘আমরা নো অবজেকশন সার্টিফিকেট চাইছি। সেকারণে আমরা পাকিস্তানে আবেদন করেছি। তবে এটা একটা বড় প্রক্রিয়া। সেটা শেষ হতে কিছুটা সময় লাগবে।’ এদিকে রাজস্থান পুলিশও তাদের জেরাপর্বের প্রস্তুতি শুরু করেছেন।





Made in India