বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল নিয়ে নাড়াচাড়া করলে ‘পটল কুমার গানওয়ালা’র (Potol Kumar Gaanwala) নাম শুনেই থাকবেন। শিশুশিল্পীদের নিয়ে সিরিয়াল বরাবরই বেশ দর্শক টানে। উপরন্তু পটল কুমার গানওয়ালার গল্পটাও ছিল অন্য রকম। ছোট্ট মেয়ে পটল তার বাবাকে খুঁজতে শহরে আসে। বাবার দ্বিতীয় পরিবার, সৎ মায়ের ষড়যন্ত্র থেকে বেঁচে কীভাবে বাবার কাছাকাছি যেতে পারবে সে, তাই নিয়ে ছিল মেগার গল্প।
ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেছিলেন হিয়া দে। শিশুশিল্পী হিয়ার সাবলীল অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছিল দর্শকদের। ওই সিরিয়ালের পর ‘পটল’ নামেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন হিয়া। সেসব অবশ্য অনেক বছর আগের কথা। এখন হিয়াকে দেখলে চেনা দায়। ছোট্ট পটল এখন অনেকটাই বড়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হিয়ার ছবি, ভিডিও ভাইরাল হয়। তবে সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায় যা দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরা।

নেটপাড়ায় একটি ছবি ইদানিং বেশ ভাইরাল হয়েছে। বলিউড অভিনেতা সুনীল শেট্টির পারিবারিক ছবি এটি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে, পাশেই সুন্দরী স্ত্রী মানা শেট্টি। সামনে বসে ছেলে ছোট্ট আহান শেট্টি আর তার সামনে পটল কুমার হিয়া। কী চমকালেন তো? সুনীলের পরিবারের সঙ্গে হিয়াকে দেখে জোর চমকেছেন নেটিজেনরাও।

কিন্তু এটা কী করে সম্ভব? তবে ছবিটি কি এডিটেড? আজ্ঞে না, ছবির সঙ্গে কোনো কারিকুরিই করা হয়নি। আসলে যাকে পটল কুমার বলে মনে করা হচ্ছে তিনি আসলে সুনীল শেট্টি কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টি। ছোটবেলায় অদ্ভূত ভাবে তাঁকে হিয়ার মতো দেখতে ছিল বা বলা ভাল পর্দার পটলের সঙ্গে আথিয়ার ছোটবেলার ছবির অদ্ভূত মিল।
আর এই ছবি দেখে নেটিজেনরা যেমন অবাক হয়েছেন, তেমনি শুরু হয়েছে ট্রোলিং। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একজন মজা করে লিখেছেন, ‘সুনীল শেট্টি, স্ত্রী মানা শেট্টি, ছেলে আহান শেট্টি এবং যেমন পটল কুমার শেট্টির সঙ্গে’।

প্রসঙ্গত, পটল কুমারের পর আরো কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন হিয়া। সেখানেও তার অভিনয় ছাপ ফেলেছে দর্শক মনে। কিন্তু সেই ছোট্ট পটলের লুকটা থেকে এখনো বেরোতেই পারেননি অনেকে। ফলত উঠতে বসতে ট্রোল হন হিয়া। মূলত সোশ্যাল মিডিয়ায় তার পোস্টগুলির জন্যই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।





Made in India