বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের মধ্যে রাস্তায় মাস্ক ছাড়া বেরিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছেলে রিপদুমন সিং তোমার । মাস্ক ছাড়া ঘুরতে দেখে পুলিশ বিজেপির নেতার ছেলেকে আটকায় এবং কেন তিনি মাস্ক পড়েনি প্রশ্ন করেন। এরপরই বিজেপি নেতার ছেলে কর্তব্যরত পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে।
কর্তব্যে থাকা পুলিশ কর্মী এই ঘটনার ভিডিও মোবাইলে বন্দি করেন। আর সেটা নিয়ে পুলিশের সাথে অভ্যবতা করে বিজেপি নেতার ছেলে। এমনকি পুলিশকে তুই তোকারিও করে সে। কার্যত হুমকির সুরেই রিপদুমন বলে, আমার ছবি তুলছিস? তোর ছবি তোলা বের করব আমি।
এখানেই থেমে থাকে না, বিজেপি নেতার গুণধর ছেলে। সেখান থেকে একজনকে ফোন করে আদেশ দেয় যে, এই কনস্টেবলকে ফোন করে আমাদের বাংলোতে ডাকো। একে বোঝাও আমি কে?
ট্র্যাফিক পুলিশকে হুমকি দেওয়া এই গুণধর ছেলের বাবার নাম প্রদ্যুমন সিং তোমার (Pradhumn Singh Tomar)। এই ঘটনা বিজেপির নেতার কানে গেলে তিনি অভিনব শাস্তি দেন নিজের ছেলেকে। পুলিশকর্মীর সাথে অভদ্রতা এবং বচসা করার জেরে নিজের গুণধর ছেলেকে দিয়ে রাস্তা পরিস্কার করান প্রদ্যুমন সিং।
https://www.youtube.com/watch?v=ti-u2yfo-2E
এমনকি ছেলেকে ১০০ টাকা জরিমানা করিয়ে পুলিশকর্মীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন তিনি। ওনার এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপির নেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। এমনকি রাজনৈতিক দিক থেকে ঘোর শ্ত্রু কংগ্রেসও প্রদ্যুমন সিং এর এই পদক্ষেপের প্রশংসা করে।





Made in India