বাংলাহান্ট ডেস্ক: প্রতি বছরই আইপিএলের নিলামে উপস্থিত থাকেন প্রীতি জিন্টা (Preity Zinta)। রীতিমতো মাঠে গিয়ে নিজের দল ‘কিংস ইলেভেন পঞ্জাব’ এর জন্য গলা ফাটান তিনি। তবে এবারে ব্যাপারটা একটু অন্য রকম। এবারে আইপিএলের নিলামে তো তিনি নেইই, উপরন্তু দেশের বাইরে মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী।
আসলে সদ্য সদ্য মা হয়েছেন প্রীতি। সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছে তাঁর দুই যমজ সন্তান জয় ও জিয়া। দুজনেই এখন এক্কেবারে খুদে। তাই অতদূর থেকে আইপিএলের নিলামে যোগ দেওয়া সম্ভব হয়নি প্রীতির। বাড়িতে বসেই নিলাম পর্ব দেখেছেন তিনি। আর অনুরাগীদের দেখিয়েছেন তাঁর খুদের এক ঝলক।

একটি মিষ্টি সেলফি শেয়ার করেছেন প্রীতি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর কোলে ঘুমিয়ে থাকা তোয়ালেতে মোড়ানো ছোট্ট খুদে। মজা করে অভিনেত্রী লিখেছেন, লাল নিলাপের প্যাডেলের বদলে নরম শিশু সন্তানকে কোলে নিতে তাঁর বেশ ভালোই লাগছে। পাশাপাশি কিংস ইলেভেন পঞ্জাবের জন্য শুভ কামনাও পাঠিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/CZ3XmKHrsXs/?utm_medium=copy_link
ভারতীয় বংশোদ্ভূত হলেও মার্কিন নাগরিক জিনকে বিয়ে করে সেদেশেই সংসার পেতেছেন প্রীতি। দুই সন্তানকে তাই মিশ্র সংষ্কৃতিতেই বড় করে তুলতে চান তিনি। নামও রেখেছেন সেকথা মাথায় রেখেই। জয় একটি ভারতীয় নাম। এর অর্থ জিত, বিজয়ী হওয়া। অপরদিকে জিয়া একটি ইতালীয় নাম। এর অর্থ ‘ঈশ্বর করুণাময়’।
গত নভেম্বরে মা হওয়ার সুখবর দিয়ে প্রীতি লিখেছিলেন, ‘তোমাদের সকলের সঙ্গে একটা দারুন খবর ভাগ করে নিতে চাইছি। জিন ও আমি উচ্ছ্বসিত এবং আমাদের হৃদয় আনন্দে, কৃতজ্ঞতায় পরিপূর্ণ। পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডইনাফ এবং জিয়া জিন্টা গুডইনাফকে স্বাগত জানাচ্ছি। জীবনের এই নতুন ধাপ নিয়ে আমরা খুব উত্তেজিত। এই অসাধারন সফরে আমাদের সঙ্গী হওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে ধন্যবাদ জানাই। অনেক ভালবাসা, ইতি জিন, প্রীতি, জয় এবং জিয়া’।





Made in India