বাংলাহান্ট ডেস্ক : কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রর বহুদিনের রাজনৈতিক ক্যারিয়ার। প্রথমে কংগ্রেস, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল, বাংলার রাজনৈতিক মাঠে মদন মিত্র সবসময় ছিলেন উপরের সারিতে। তবে মদন মিত্র বিগত কয়েক বছরে নিজের একটা অন্য পরিচিতি তৈরি করেছেন।
প্রফেশনালি না হলেও, সোশ্যাল মিডিয়ায় খানিকটা ‘এন্টারটেইনমেন্ট পার্সোনালিটির’ কাজ করেন তিনি। মাঝেমধ্যেই ফেসবুক লাইভে এসে ফ্যানেদের সাথে বার্তালাপ, অথবা গান গেয়ে শোনানো নিজের গলায়, সবমিলিয়ে মদন মিত্র মানেই ছিল এক মজার মানুষ। তবে ইদানিংকালে সমাজ মাধ্যমে তাঁকে দেখা যাচ্ছিল না।
আরোও পড়ুন : নৃশংস ঘটনা! রায়গঞ্জে স্কুলে ঢুকে শিক্ষিকাকে একের পর এক কোপ, আতঙ্ক গোটা এলাকাজুড়ে
বহুদিন পর বৃহস্পতিবার বিধানসভায় দেখা গেল মদন মিত্রকে। এই মদন মিত্রকে দেখে আঁতকে উঠলেন অনেকেই। বেশ খানিকটা রোগা হয়ে গেছেন তিনি। বাঁ হাতে দেখা যাচ্ছে ব্যান্ডেজ। সবুজ শার্ট, প্যান্ট এবং একটা টুপি মাথায় দিয়ে আজ বিধানসভায় হাজির হয়েছিলেন তিনি। তবে সেই কালারফুল মদন মিত্র যেন সম্পূর্ণ বদলে গেছেন।
আরোও পড়ুন : রান্নার গ্যাস নিয়ে এবার ঝামেলার দিন শেষ! নতুন এই উপায়ে লাভবান হবে কলকাতার মানুষজন
চেহারায় নেই সেই উজ্জ্বলতা। প্রচন্ডভাবে ভেঙে গেছে শরীর। তাও সানগ্লাস পরে নিজের পুরনো মেজাজ ধরে রাখতে বদ্ধপরিকর তিনি। একজনের সাহায্য নিয়ে আজ বিধানসভায় পৌঁছাতে হয়েছে মদন মিত্রকে। গাড়িতে বসেই সই করেছেন হাজিরা খাতায়। কিছুদিন আগেই গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র।

যদিও এখনো সম্পূর্ণভাবে সুস্থ নন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন খবরের শিরোনাম থেকে দূরে ছিলেন কামারহাটির বিধায়ক। তবে অবশেষে আজ দেখা মিলল তাঁর। তবে সতীর্থরা বলছেন এ যেন অন্য মদন মিত্র। চেহারায় নেই সেই চেনা গ্ল্যামার। কথাবার্তায় নেই মজার সেন্স অফ হিউমার। সব মিলিয়েই যেন উধাও মদন ম্যাজিক।





Made in India