বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যেও ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে সোনার (Gold), রূপোর (Silver)। বিশ্ব বাজারে ব্যবসায় ভাটা পড়েছে। সেই কারণে ক্রমাগত দামের হ্রাস বৃদ্ধি ঘটছে সোনা রূপোর ক্ষেত্রে। তবে আজ বেশকিছুটা বৃদ্ধি পেয়েছে সোনা রূপোর দাম।

করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের তৃতীয় ধাপে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
২২ ক্যারেট সোনার দাম
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৫১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫১৫ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৫১৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫১৬ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৯৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৯৪ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৯৫ টাকা।

রূপোর দাম
সোনার দামের বৃদ্ধির পাশাপাশি, আজও বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৩ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৩.০১ টাকা।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।





Made in India