বাংলা হান্ট ডেস্কঃ ২ মাসের মাথায় শুক্রবার প্রাথমিক টেটের (Primary TET) ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা সংঘটিত হয়। পর্ষদ সূত্রে খবর, এবারের টেটে সেরার সেরা পূর্ব বর্ধমানের (Bardhaman) ইনা সিংহ। প্রথম স্থান অধিকার করেছেন তিঁনি। পাশাপাশি টেট-এ প্রথম পাঁচ কৃতীই মহিলা প্রার্থী।
পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। বলেন, “১১ ডিসেম্বর টেট হয়েছিল। ২ মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হল। রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন।”
পর্ষদ সভাপতি জানান, প্রথম স্থান অধিকারী ইনা সিংহ ১৫০ নম্বরের পরীক্ষায় ইনা পেয়েছেন ১৩৩ নম্বর। টেটে দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ১৩২। এঁরা হলেন, হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, ওই জেলারই দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার।
পাশাপাশি, তৃতীয় হয়েছেন আরও চার জন। তাঁরা ১৫০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ১৩১ নম্বর। এঁরা হলেন, মেহেদি হাসান, বিকাশ ভক্ত, মনামি অধিকারী এবং প্রহ্লাদ মণ্ডল। শুক্রবার ফলাফল সামনে আসার পর দেখা গেল, প্রথম ১০ স্থানে রয়েছেন ১৭৭ জন। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যাটা চোখে পড়ার মত। এদিনই বেলা ৩টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওএমআর বারকোড নম্বর-সহ ফল থাকবে ওয়েবসাইটে।

একদিকে ‘নিয়োগ দুর্নীতি’ (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পর্ষদ সভাপতি থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। চলছে তদন্ত। নানা তর্ক বিতর্ক, অভিযোগের মধ্যে দিয়ে ডিসেম্বরে সংঘটিত হয় টেট পরীক্ষা। তারই দুমাসের মধ্যে আজ প্রাথমিক টেটের ফল প্রকাশে আনন্দিত সকল পরীক্ষার্থী।





Made in India