বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদী (Narendra modi) সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা সকলের কাছে অত্যন্ত প্রশংসনীয়। মারণরোগ করোনা ভাইরাস (COVID-19) সমগ্র বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। সমগ্র বিশ্বের ২০০ এরও বেশি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগের প্রকোপ থেকে নিজের দেশবাসীকে রক্ষা করার জন্য

ভারতের (India) প্রধানমন্ত্রী ভারতের নাগরিকদের সুরক্ষার জন্য নানারকম পদক্ষেপ নিয়েছিলেন। সেগুলো হল-
- ১৭ ই জানুয়ারী- মোদী সরকার সর্ব প্রথমে ভারতীয়দের চীন ভ্রমণে বিরত থাকতে বলেন।
- ১৮ ই জানুয়ারী- মোদী সরকার চীন এবং হংকং থেকে আগত যাত্রীদের থার্মাল স্ক্রীনিং শুরু করেন।
- ৩ রা ফেব্রুয়ারী- সরকার চীনের নাগরিকদের জন্য ভারতের ই-ভিসা সুবিধা বাতিল করে দেয়।
- ২২ শে ফেব্রুয়ারী- সিঙ্গাপুরে ভারতীয়দের ভ্রমণ বাতিল করেন। এবং এর সঙ্গে কাঠমান্ডু, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মালেয়শিয়ার বিমানের ক্ষেত্রে ইউনিভার্সাল স্ক্রিনিং শুরু করেন।
- ২৬ শে ফেব্রুয়ারী- চীন ছাড়িয়ে ইরান এবং ইতালিতে করোনা ভাইরাস তাঁর থাবা বসাতেই, ভারত সরকার ইরান এবং ইতালিতে ভারতীয়দের ভিসা বাতিল করেন।
- ৩ রা মার্চ- ভারতীয়দের জন্য চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানের ভিসা বাতিল করে দেন।
- ৪ ঠা মার্চ- অন্তরাজ্য বিমান পরিষেবায় স্ক্রিনিং শুরু করেন। এবং এর সঙ্গে চিকিৎসার প্রয়োজনে তাঁদের আইসোলেশনে এবং হাসপাতালে পাঠিয়ে দেন।
- ৫ ম মার্চ- বিদেশ থেকে আগত সকল নাগরিককে দেশে প্রবেশের আগে তাঁদের চিকিৎসা সংক্রান্ত নথি জমা দিতে হবে।
- ১০ রা মার্চ- বিদেশ থেকে আগত ভারতীয় নাগরিকরা হোম আইসোলেশনে থেকে কি করবে আর কি করবে না তাঁর নির্দেশ দেন।
- ১৬ ই মার্চ- ইউরোপ থেকে কোন নাগরিক এখন আর ভারতে প্রবেশ করতে পারবে না।
- ১৭ ই মার্চ- ভারতীয়দের আফগানিস্থান যাত্রা পুরোপুরি বাতিল করেন।
- ১৯ ই মার্চ- অন্তরাজ্য বিমান পরিষেবা আগামী ২২ মার্চ থেকে বন্ধ থাকবে।
- ২২ শে মার্চ- করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগামী ২১ দিন দেশে লকডাউন অবস্থা জারি করা হয়।
- ২৫ শে মার্চ- অন্তরাজ্য বিমান পরিষেবা আগামী ১৪ ই এপ্রিল অবধি বাতিল থাকবে।
 
			 





 Made in India
 Made in India