বাংলা হান্ট ডেস্ক: অত্যন্ত অল্প বয়সে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পৃথ্বী শ (Prithvi Shaw) এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি এতদিন যে দলে খেলছিলেন সেই দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পৃথ্বী মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি চিঠি লিখে জানিয়েছেন যে, তিনি আর ওই দলের হয়ে খেলতে চান না। জানিয়ে রাখি যে, পৃথ্বী অল্প বয়স থেকেই মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলেছেন এবং সাফল্যও অর্জন করেছেন।
চিঠিতে কী জানিয়েছেন পৃথ্বী (Prithvi Shaw)?
পৃথ্বীর (Prithvi Shaw) অধিনায়কত্বে ভারত ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। এর পরে, তিনি টিম ইন্ডিয়ার হয়েও খেলেছিলেন। কিন্তু তারপরে তিনি তাঁর কেরিয়ারে খেই হারিয়ে ফেলেন। তাঁকে মুম্বাই দল থেকেও বাদ দেওয়া হয়েছিল। যার পরে পৃথ্বী বিরক্ত হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তাঁর অসন্তোষও প্রকাশ করেছিলেন।

চিঠিতে পৃথ্বী কী লিখেছেন: সংবাদ সংস্থা PTI মারফত পৃথ্বীর MCA (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন)-কে লেখা চিঠির বিষয় বিস্তারিত তথ্য সামনে এসেছে। ওই চিঠিতে পৃথ্বী শ (Prithvi Shaw) MCA-কে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর কেরিয়ারের শুরুটা যে দল দিয়ে হয়েছিল, সেই দল ছেড়ে যাওয়ার কারণও জানিয়েছেন। পৃথ্বী MCA-কে লিখেছেন, “এই সুযোগে আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই আমাকে মূল্যবান সুযোগ দেওয়ার জন্য এবং সর্বদা আমাকে সমর্থন করার জন্য। MCA সেটআপের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। এখানে থাকাকালীন আমি যে সুযোগ এবং অভিজ্ঞতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।”
আরও পড়ুন: সুখবর! কাটরা-শ্রীনগর বন্দে ভারতে মিলতে চলেছে দুর্দান্ত চমক, পর্যটকদের জন্য বড় পদক্ষেপ রেলের
ওই চিঠিতে পৃথ্বী (Prithvi Shaw) আরও জানান, “আমার কেরিয়ারের এই মুহুর্তে, একটি রাজ্য সমিতি আমাকে পেশাদার ক্রিকেট খেলার একটি দুর্দান্ত সুযোগ দিয়েছে যা আমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে এবং একজন ক্রিকেটার হিসেবে আমাকে উন্নত করতে অবদান রাখবে বলে আমি মনে করি।”
আরও পড়ুন: দেশজুড়ে সস্তায় মিলবে বিদ্যুৎ! প্রত্যন্ত এলাকাও হবে আলোকিত, বড় চমক সামনে আনল টাটার এই কোম্পানি
টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের চেষ্টা করছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৮ সালে ভারতের হয়ে পৃথ্বীর
(Prithvi Shaw) টেস্টে অভিষেক ঘটে এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেন। এরপর থেকে তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু, তিনি এই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরং, খারাপ ফর্ম, ডোপিং নিষেধাজ্ঞা এবং কেরিয়ারে ক্রমাগত অবহেলার কারণে, তিনি টিম ইন্ডিয়া থেকে বেরিয়ে যান এবং এখনও পর্যন্ত ফিরে আসতে পারেননি।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India