বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে লোকসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনীর জন্য কলকাতার রাস্তা থেকে বহু সংখ্যক বাস নিয়ে নিচ্ছে কমিশন। কলকাতা শহরে প্রতিদিন ৩৫ হাজার প্রাইভেট বাস চলাচল করে। এরমধ্যে প্রায় ৫০০ বাস কমিশন চেয়েছে নির্বাচনের জন্য।
লোকসভা নির্বাচনের জন্য বাংলায় নির্বাচন কমিশন সিএপিএফ-এর ৯২০ কোম্পানিকে আসার অনুরোধ করেছে। ২০ এপ্রিলের মধ্যে বাংলায় চলে আসবে ২৬৩ কোম্পানি সিএপিএফ। বাস মালিকরা বলছেন আগামী দিনে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসলে আরো বেশি বাসের প্রয়োজনীয়তা হতে পারে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তপন ব্যানার্জি এই বিষয়ে মুখ খুলেছেন।
আরোও পড়ুন : পাল্টাচ্ছে UPI নিয়ম! নতুন আপডেট RBI’র, দেখুন আমজনতার লাভ নাকি ক্ষতি
তিনি বলছেন, আগামী ১লা জুন অর্থাৎ কলকাতায় যেদিন ভোট রয়েছে সেদিন প্রভাবিত হতে পারে শহরের ৭৫ শতাংশ বাস রুট। এছাড়াও তপন বাবুর বক্তব্য, মে মাসে স্কুলগুলিতে গরমের ছুটি থাকায় কিছুটা সুরাহা হবে। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বাস ও মিনিবাসের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। বাসের দৈনিক ভাড়া ২,৩০০ থেকে বেড়ে হয়েছে ২,৫৩০ টাকা। মিনিবাসের ভাড়া ১,৯০০ থেকে বেড়ে হয়েছে ২,০৯০ টাকা।

সিটি সাবারবান বাস সার্ভিসের টিটু সাহা বলেন, “স্বল্পতা আরও প্রকট হবে কারণ এই বছর থেকে প্রচুর বাস পর্যায়ক্রমে ১৫ বছর পূর্ণ করার পরেও সিটি পুলে প্রতিস্থাপন করা হয়নি।” আবার অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায়ের জানিয়েছেন, ‘ভোটের মরশুমে বাসের সংখ্যা কিছুটা কম থাকবে। পুলিস-প্রশাসনের তরফে তুলে নেওয়া বাস-মিনিবাসের ভাড়ার অর্ধেক টাকা মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি।’





Made in India