বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি তিনি। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর।
পার্থকে (Partha Chatterjee) নিয়ে আদালতে বড় তথ্য দিল বেসরকারি হাসপাতাল!
প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ বোধ করায় গত ২০ জানুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানে বেশ কয়েকদিন তাঁর চিকিৎসা চলেছিল। এরপর আদালতের দ্বারস্থ হন পার্থ। দাবি করেন, ওই সরকারি হাসপাতালে তিনি সুস্থ হতে পারছেন না। সেই কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হোক।
নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রীর এই আর্জি মেনে নিয়েছিল আদালত। সেই মতো গত ২৮ জানুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে (Hospital) স্থানান্তর করা হয় পার্থকে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। এবার ওই হাসপাতালের তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্যের রিপোর্ট আদালতে জমা দেওয়া হল।
আরও পড়ুনঃ বাংলায় RSS-এর সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! কী বললেন বিচারপতি সিনহা?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) মামলায় পার্থর মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা। এদিন ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দিন দুয়েকের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। অর্থাৎ আর মাত্র দু’দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এদিন আদালতে রিপোর্ট দিয়ে তেমনটাই জানানো হয়েছে।

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সোজা প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘ওরা জানে, মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করেছেন, বড় বড় গেট বানিয়েছেন। কিন্তু সেখানে চিকিৎসা হয় না। এরপর স্বাস্থ্যের বেহাল দশা। ওষুধ বিষাক্ত, জাল স্যালাইন। সেই কারণে প্রাণ বাঁচাতে এরা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন’।





Made in India