বাংলাহান্ট ডেস্ক: বলিউড ছেড়ে অনেকদিন আগেই হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। হিন্দি ছবির অভিনেত্রী থেকে এখন তিনি গ্লোবাল আইকন। হলিউডে কাজ করছেন একের পর এক প্রোজেক্টে। মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সে দেশেই সংসার পেতেছেন প্রিয়াঙ্কা। ফুটফুটে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে (Malti Marie Chopra Jonas) নিয়ে সুন্দর সংসার তাঁর।
আমেরিকাতেই জন্ম হয়েছে মালতীর। তবে মায়ের সূত্রে তার শরীরেও বইছে ভারতীয় রক্ত। সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে উপস্থিত থাকতে স্বামী সন্তান সঙ্গে নিয়ে মুম্বই এসেছিলেন প্রিয়াঙ্কা। প্রথমে মেয়েকে আড়াল করে রাখলেও বেশ কিছুদিন আগেই মালতীর মুখ দেখিয়েছিলেন তিনি। তাই মুম্বই বিমানবন্দরেও পাপারাৎজির ক্যামেরা থেকে তাকে আড়াল করেননি অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের মেয়েকে নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এটাই প্রথম বার ভারতে আসা মালতীর। তাকে দেখতে জোনাসদের মতো হলেও মন থেকে কিন্তু পাক্কা চোপড়া হয়েছে তাঁর মেয়ে। কীভাবে? প্রিয়াঙ্কা বলেন, এই বয়সেই ভারতীয় খাবারের প্রতি মালতীর আকর্ষণ দেখার মতো।
মাত্র এক বছর বয়স মালতীর। এর মধ্যেই প্রিয়াঙ্কার মতো টক ঝাল চটপটা খাবার খেতে বেশি পছন্দ করে সে। প্রিয়াঙ্কা জানান, এইটুকু পুঁচকের নাকি দুধ বা বেবি ফুড নয়, বিরিয়ানি আর মটর পনীর প্রিয় খাবার। অর্থাৎ এখন থেকেই মালতীকে ভারতীয় করে তুলছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২২ এর শুরুতেই মালতীর জন্মের সুখবর দেন প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে মা হন তিনি। সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় অনেক দিন ধরেই আইসিইউতে রাখতে হয়েছিল সদ্যোজাতকে। মাস খানেক আগে মেয়ের মুখ প্রথম বার প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা।





Made in India