বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে ছয় মাস কেটে গেল নতুন সদস্য এসেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের পরিবারে। মা হয়েছেন অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে মালতী মেরি চোপড়া জোনাসের (Malti Marie Chopra Jonas)। চিকিৎসকের দেওয়া সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ায় বেশ কিছুদিন আইসিইউতে ছিল সদ্যোজাত। জন্মের পরপরই সন্তানকে কাছে পাননি অভিনেত্রী।
আন্তর্জাতিক মাতৃদিবসের দিন মেয়েকে সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রথম ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। বুকে জড়িয়ে ধরে মা হওয়ার অনুভূতিটা যেন ভরপুর ভাবে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা। টুকটাক ছবি শেয়ার করলেও ইমোজি দিয়ে মেয়ের মুখটা ঢেকে দেন তিনি।

গত ১৮ জুলাই ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। কাছের মানুষজনদের নিয়ে পার্টিতে মেতে উঠেছিলেন তিনি। থিম অনুযায়ী, লাল গোলাপি পোশাকে সেজেছিলেন সকলে। লাল অফ শোল্ডার পোশাক পরেছিলেন বার্থডে গার্ল প্রিয়াঙ্কা। তাঁর কোলে দেখা গেল মালতীকেও। কিন্তু প্রতিবারের মতোই মেয়ের মুখ ঢেকে রেখেছিলেন অভিনেত্রী।
কিন্তু নানান কারণে ট্রোলড হতে হয়েছে প্রিয়াঙ্কাকে। কারোর মতে, তাঁর শরীরের উর্দ্ধাংশ পুরুষালি। যেন বডি বিল্ডার। আবার কারোর প্রশ্ন, মেয়ের নাম মালতী কে রাখে? এ তো কুকুরের একটা ব্রিড। অনেকে আবার সেলিব্রিটিদের সন্তানের মুখ লুখিয়ে রাখার প্রবণতা নিয়ে বিরক্ত। মুখ যদি নাই দেখাবেন তাহলে ছবি দেওয়ার কী দরকার?


চলতি বছরের জানুয়ারি মাসে মা হওয়ার খবর ঘোষনা করেন প্রিয়াঙ্কা। আর মাদার্স ডের দিন মেয়ে মালতীকে প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা। সঙ্গে একটি লম্বা আবেগঘন বার্তাও দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন, ‘এই মাদার্স ডে তে গত কয়েক মাসের উত্থান পতনের কথা মনে পড়ছে। তবে আমরা এখন জানতে পারছি আরো অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। ১০০ রও বেশিদিন হাসপাতালে কাটানোর পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি ফিরল।’





Made in India