বাংলাহান্ট ডেস্ক: মা হয়েছেন ‘মিঠাই’ এর পুরনো নন্দা। একরত্তি ছেলেই এখন তাঁর ধ্যানজ্ঞান। অভিনয় কেরিয়ারকে আপাতত দূরে সরিয়ে ছেলে মানুষ করতে ব্যস্ত তিনি। খুদেকে দেখতে দেখতে দিন কাবার হয়ে যাচ্ছে তাঁর। তার মাঝেই ছোট্ট রাজপুত্রের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন প্রিয়ম (prriyam chakraborty)। জানিয়েছেন ছেলের নামও।
গত জুলাই মাসে মা হয়েছেন প্রিয়ম। সবে তিন মাস বয়স হয়েছে মিশভের। হ্যাঁ, প্রথম সন্তানের এই নামই রেখেছেন প্রিয়ম শুভজিৎ। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট্ট হাতে মায়ের একটি আঙুল ধরে রেখেছে মিশভ। ছেলের মুখ এখনো প্রকাশ্যে না আনলেও প্রিয়ম জানিয়েছেন, এই তিন মাসের খুদেই তাঁদের জীবনকে শাসন করছে।

গত ১৬ জুলাই মা হয়েছেন অভিনেত্রী। ওঈ মাসেই নিজের জন্মদিন উপলক্ষে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল হাসপাতালের বেডে বসে রয়েছেন প্রিয়ম। পাশেই ছোট্ট বিছানায় শুয়ে তাঁর একরত্তি ছেলে। এক হাত দিয়ে ছেলেকে ছুঁয়ে রয়েছেন প্রিয়ম।
ফাদার্স ডে তে সন্তানসম্ভবা হওয়ার দেন প্রিয়ম। বেবি বাম্প নিয়েই প্রকাশ্যে আসেন তিনি। কানাঘুঁষো অবশ্য অনেক দিন ধরেই চলছিল। ‘মিঠাই’ সিরিয়ালে নন্দার চরিত্রে অভিনয় করতে করতেও সরে আসেন প্রিয়ম। তখনি সন্দেহ হয় নেটিজেনদের যে সম্ভবত মা হতে চলেছেন প্রিয়ম।
https://www.instagram.com/p/CVpYZLfvB7Q/?utm_medium=copy_link
প্রসঙ্গত, প্রিয়ম চক্রবর্তী ও শুভজিত কর দুজন সিনে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি। প্রেমপর্ব মিটিয়ে গত ডিসেম্বরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজনে। নেতাজী, মহাপীঠ তারাপীঠের মতো সিরিয়ালে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়ম। স্বামী শুভজিতের সঙ্গে সেনাপতি ওয়েব সিরিজে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আপাতত ছেলের দেখভালের জন্য লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন প্রিয়ম। ছেলে একটু বড় হলে তারপরেই কাজে ফিরবেন তিনি।
 
			 





 Made in India
 Made in India