বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক চাকরিপ্রার্থীই সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখেন। আর সেই লক্ষ্যেই বছরের পর বছর ধরে পরিশ্রম করে যান তাঁরা। এমতাবস্থায়, তাঁদের জন্য একটি দুর্দান্ত সুখবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission, PSC) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই PSC-র ওয়েবসাইটেও ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে করা হবে নিয়োগ: মূলত, রাজ্য সরকারের শ্রম বিভাগের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে বর্তমানে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট ৩০০ টি শূন্যপদের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যার মধ্যে সাধারণ বিভাগে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে ১০২ জনকে নেওয়া হবে। বাকি শূন্যপদগুলি সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে।
আরও পড়ুন: থাকেন না লাইমলাইটে! ইনিই হলেন নীতা আম্বানির বোন, শিক্ষকতা করেই কাটছে জীবন
বেতন: এক্ষেত্রে বেতনের পরিমাণ হল প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
আরও পড়ুন: মাত্র ৮৫০ টাকায় আজই শুরু করুন পটেটো চিপসের সুপারহিট ব্যবসা! প্রতিদিন আয় হবে মোটা টাকা
বয়স: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে, বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানার ক্ষেত্রে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

আবেদন পদ্ধতি: প্রথমে প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC-র ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “হোমপেজ” থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, দিতে হবে আবেদন ফিও।
গুরুত্বপূর্ণ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। যেটি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।





Made in India