বাংলা হান্ট ডেস্ক: পুলওয়ামায় মায় ফের হতে পারে জঙ্গি হামলা ভারতকে সতর্ক করল পাকিস্তান। কি খবর পাওয়া মাত্র উপত্যকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পাকিস্তানের তরফ থেকে ভারতকে সতর্ক করে জানানো হয়েছে অবন্তীপুর এর কাছে কোন এক জায়গায় জঙ্গিরা গাড়িতে আইডি বিস্ফোরণের ছক কষছে। আমেরিকা ও ভারত কে এই একই তথ্য দিয়েছে।

জঙ্গিরা জঙ্গি নেতা জাকির মুসার হত্যার বদলা নিতে এই বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে ধারণা। ২০১৭ সাল থেকে উপত্যাকায় সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল জাকির মুসা। গত মাসে সেনা জাকির মুসা কে নিকেশ করে।
ফের হতে পারে জঙ্গিহানা,জারি হল হাই অ্যালার্ট
 
			সম্পর্কিত খবর





 Made in India
 Made in India