বাংলা হান্ট ডেস্ক : আসছে ঘূর্ণিঝড় ফণী। উড়িষ্যা উপকূলে আগেভাগেই জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। এই ঘূর্ণিঝড় ফণীর কারণে ইতিমধ্যেই পুরি ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, পুরীর খুব কাছেই নাকি অবস্থান করছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।
এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই নেমে এলো অমঙ্গলের ছায়া, এমনটাই বিশ্বাস পুরীর মন্দিরের পান্ডা থেকে শুরু করে দর্শকের। ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছে পুরীর মন্দিরের পতাকা যা অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করছেন তারা এবং এমনটা আগে কখনোই হয়নি বলে জানানো হয়েছে মন্দিরের তরফ থেকে।
আজই ফের ওই পতাকা মন্দিরে লাগানো হবে বলেও জানানো হবে।





Made in India