বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজয় করে দিল্লিতে ফিরলেন পি ভি সিন্ধু। বললেন ভারতীয় হিসাবে খুবই গর্ব হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়শিপে র ফাইনালে জয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ন মুহূর্ত।

মঙ্গলবার গভীর রাতে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তখন মিডিয়ার লোকজন ও ফ্যানদের ভিড়ে ছয়লাপ। বিশ্ব জয় করে ফেরেন সিন্ধু। সংবাদমাধ্যমকে সিন্ধু বলেন, আরও মেডেল জেতার জন্য কঠোর পরিশ্রম করব। পরপর তিনবার এই জয় হাতছাড়া হয়েছিল। অবশেষে জয় পেলাম। জীবনের অনেক বড় মূহুর্ত এটি। ।শুভাকাঙ্খীদের আশির্বাদ এর জন্য ধন্যবাদ। ভারতীয় হিসাবে গর্ব হয়





Made in India