বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বাজিমাত করলেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু (PV Sindhu)। লখনউতে সৈয়দ মোদী আন্তর্জাতিক সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তিনি রীতিমতো দাপট দেখিয়েছেন। সিন্ধু রবিবার সম্পন্ন হওয়া ফাইনাল ম্যাচে চিনের খেলোয়াড় লুও ইউ উয়ের বিরুদ্ধে জয় হাসিল করে গোল্ড মেডেল জিতেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সিন্ধু তাঁর কেরিয়ারে তৃতীয়বারের মতো সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতলেন।
ট্রফির খরা কাটিয়ে উঠলেন সিন্ধু (PV Sindhu):
দুই সেটেই চিনা খেলোয়াড়কে ফেরার সুযোগ দেননি তিনি: ফাইনাল ম্যাচের প্রথম সেট থেকে পিভি সিন্ধু (PV Sindhu) চিনা খেলোয়াড় লুও ইউ উয়ের ওপর চাপ বজায় রেখেছিলেন। প্রথম সেটে তিনি ২১-১৪-তে জিতে যান। এর পরে, দ্বিতীয় সেটেও, সিন্ধু তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে ২১-১৬-তে জয় হাসিল করেন।
2 years, 4 months, and 18 days
My team. My pride ❤️ pic.twitter.com/rsbpK80gne
— Pvsindhu (@Pvsindhu1) December 1, 2024
পুরো ম্যাচ জুড়েই সিন্ধুর শক্তিশালী প্রভাব পরিলক্ষিত হয়েছে। যেখানে তিনি (PV Sindhu) একবারও তাঁর চিনা প্রতিপক্ষকে ফিরে আসার সুযোগ দেননি। জানিয়ে রাখি যে, এটি চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে সিন্ধুর জন্য প্রথম শিরোপা। তিনি শেষবার ২০২২ সালের জুলাই মাসে সম্পন্ন হওয়া সিঙ্গাপুর ওপেনে একটি শিরোপা জিতেছিলেন। অর্থাৎ দীর্ঘদিন পর তিনি ট্রফির খরা কাটিয়ে উঠলেন।
আরও পড়ুন: চূড়ান্ত ফ্লপ! অনুরাগীদের মন ভাঙলেন রোহিত শর্মা, অ্যাডিলেড টেস্টের আগে চিন্তা বাড়ল ভারতের
চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠলেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সাল সিন্ধুর জন্য খুব একটা উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। ভারতের হয়ে দু’বার অলিম্পিক পদক জয়ী সিন্ধু (PV Sindhu) চলতি বছরে মাত্র দু’বার ফাইনালে উঠতে পেরেছিলেন।
আরও পড়ুন: ভগবান বিষ্ণুকে স্মরণ করে পুত্রের নাম রাখলেন রোহিত-রীতিকা! জানলে আপনিও করবেন প্রশংসা
এমনকি প্যারিস অলিম্পিকেও, সিন্ধু (PV Sindhu) প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। সেখানে রাউন্ড অফ ১৬ থেকে বাদ পড়তে হয় তাঁকে। এছাড়া মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে উঠতে সফল হলেও সেখানে তাঁকে চিনা প্রতিপক্ষের কাছে হারের সম্মুখীন হতে হয়। তবে, বছরের শেষে এবার চিনা প্রতিপক্ষকে হারিয়েই গোল্ড মেডেল জিতে নিলেন তিনি।





Made in India