বাংলা হান্ট ডেস্কঃ এক ব্যাক্তি, একাধিক পদের দায়িত্ব। এতদিন এটাই ছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের চির চেনা দৃশ্য। কিন্তু গতকাল দলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল আনল ঘাসফুল শিবির। উল্লেখ্য দু’মাস আগেই এই ‘এক ব্যক্তি এক পদ নীতি’ বাস্তবায়িত করার কথা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের জেলা থেকে ব্লক স্তরে নতুন করে সাজানো হয়েছে সংগঠন।
উল্লেখ্য গতকাল সাংগঠনিক রদবদলের জেরে জ্যোতিপ্রিয় মল্লিক, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, স্বপন দেবনাথ, পুলক রায় এবং অরূপ রায় এই ছয় মন্ত্রীকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে ৷ পাশাপাশি গতকালের উল্লেখযোগ্য রদবদলের পর থেকে এখন আর কোনো সাংগঠনিক দায়িত্বে নেই ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।
গতকালই হাওড়ার পুর প্রশাসক পদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে। তাঁর পরিবর্তে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার সুজয় চক্রবর্তীকে। উল্লেখ্য অরূপ রায়ের মতোই রাজ্যের পরিবহন দপ্তরের দায়িত্বে থাকার পাশাপাশি ফিরহাদ হাকিম একজন পুর প্রশাসকও।
এই বঙ্গ রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে ফিরহাদ হাকিমের ভবিষ্যৎ নিয়ে। এখন অধীর আগ্রহে সবাই তাকিয়ে রয়েছেন নবান্নের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে। এমনকি এবিষয়ে কৌতূহল এতটাই বেড়ে গিয়েছে যে আগামীদিনে ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত কাকে করা হবে তা নিয়েও তৈরি হয়েছে ব্যাপক জল্পনা।





Made in India