বাংলাহান্ট ডেস্ক : রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে (Bangladesh)। আর তারপর থেকেই ক্রমশ নৈরাজ্যের অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ। একসময় যাঁরা বাংলাদেশ গড়েছিলেন, তাঁদের কৃতিত্ব অস্বীকার করে নতুন ইতিহাস লেখার চেষ্টা চলছে। এর আগে বাংলাদেশে (Bangladesh) আক্রান্ত হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বসতভিটে। আর এবার ভাঙচুর চলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করল প্রশাসন।
বাংলাদেশে (Bangladesh) রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে ভাঙচুর
মঙ্গলবার দুপুরে কাছারিবাড়িতে রবীন্দ্র ভিটেতে চলেছে ব্যাপক ভাঙচুর। তছনছ করা হয়েছে যাদুঘর। বেশ কিছু মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছেন মিউজিয়ামের ডিরেক্টর। ভাঙচুর পর্বের পর বাংলাদেশ (Bangladesh) প্রশাসনের তরফে এই বাড়িতে সাধারণের প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
এই বাড়িতে সময় কাটিয়েছেন কবিগুরু: বাংলাদেশের (Bangladesh) সিরাজগঞ্জের কাছারিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। সময়টা ১৯৪০ সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কেনেন। তখনই কাছারিবাড়ি আসে ঠাকুরবাড়ির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে এই পৈতৃক ভিটেতে। ১৯৬৯ সালে এই বাড়িটিকে সংরক্ষিত বলে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পরবর্তীতে তা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়।
আরো পড়ুন : ৫ টি অতিরিক্ত লোকাল পাচ্ছে দমদম স্টেশন, অফিস যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ পূর্ব রেলের
কী নিয়ে সমস্যার সূত্রপাত: মঙ্গলবার এই বাড়িতেই হামলা চালায় একদল জনতা। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত পার্কিংয়ের সমস্যাকে কেন্দ্র করে। মিউজিয়ামের এক কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক পর্যটক পরিবার। রবীন্দ্র যাদুঘরের (Bangladesh) প্রবেশ পথে পার্কিং নিয়ে ঝামেলা হয় বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠেছে, ওই পর্যটককে তারপর রুমে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নিগ্রহ করা হয়।
Rabindranath Tagore’s ancestral house was vandalised in Sirajganj district of Bangladesh.
That’s how the Greatest poet of Bengal is respected by Bengali muslims. pic.twitter.com/uOa3UtVEgw
— Joy Das (@joydas1844417) June 11, 2025
আরো পড়ুন : এতকিছুর পরেও পাক শিল্পীদের সঙ্গে কাজ! দিলজিতের ছবি বাতিলের দাবি দর্শকদের
তারপরেই বিক্ষোভের সূত্রপাত। জানা গিয়েছে, প্রথমে স্থানীয় একদল বাসিন্দা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে। তারপর কিছু বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়িতে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। দরজা জানলা ভাঙচুর করে, কাস্টোডিয়ানের অফিসেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।