বাংলা হান্ট ডেস্ক: এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) একটি বড় তথ্য সামনে এসেছেন। তিনি জানান যে, ফরাসি কোম্পানি Dassault নাগপুরের মিহান সেজে Rafale যুদ্ধবিমান তৈরি করবে। তার মানে হল, ভারতীয় বিমান বাহিনী এবার ভারতে (India) তৈরি ফাইটার জেট ওড়াতে পারে। এছাড়া, ভারত থেকে এই ফাইটার জেট রপ্তানি করা হবে বলেও জানা গিয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবে দেশ।
উল্লেখ্য যে, ভারতে Dassault কোম্পানি অনিল ধীরুভাই আম্বানি রিলায়েন্স গ্রুপের সহযোগিতায় এই প্রকল্পটি সম্পন্ন করবে। এই কার্যক্রমের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রকের প্রিন্সিপাল অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিনোদ খান্ডারে এবং DARL-এর CEO প্রকাশ লুটে উপস্থিত ছিলেন। তিনিও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানিয়ে রাখি যে, Rafale ফাইটার জেটের সর্বোচ্চ গতি হল ১,৯১২ কিমি/ঘন্টা। পাশাপাশি, কমব্যাট রেঞ্জ ১,৮৫০ কিমি। এই ফাইটার জেট সর্বোচ্চ ৫১,৯৫২ ফুট উচ্চতায় পৌঁছতে পারে। এছাড়াও, এটি ১ সেকেন্ডে সোজা ৩০৫ মিটার পর্যন্ত উড়তে সক্ষম। এই জেটের জন্য একজন পাইলটের দরকার হয়। পাশাপাশি, এটির দৈর্ঘ্য হল ৫০.১ ফুট। এটির উইং স্প্যান ৩৫.৪ ফুট এবং ওজন ১০,৩০০ কেজি। জানিয়ে রাখি যে, ভারতীয় বায়ুসেনার ৩৬ টি Rafale যুদ্ধবিমান রয়েছে।
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি নয়, প্রতি বছর বাজেট পেশ হত এই তারিখে! কেন মোদী সরকার বদলে ফেলে দিন?
এই ফাইটার জেটকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রেটিংয়ের সাথে তুলনা করা হয়। যার মধ্যে BVR রেটিং প্রধান। Dassault Rafale Marine-এর BVR রেটিং ১০০-র মধ্যে ৯০ শতাংশ। ভারতে এটি একটি মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্ট হিসেবে তৈরি করা হবে। উল্লেখ্য যে, Rafale-এ MBDA Meteor Beyond Visual Range এয়ার-টু-এয়ার মিসাইল লাগানো যেতে পারে। এছাড়াও, Rafale-এ একটি ৩০ মিমি ক্যালিবার GIAT 30M/719B কামান লাগানো হয়েছে, আর হর্নেটে লাগানো হয়েছে 20 মিমি ক্যালিবার M61A1 ভলকান কামান।
আরও পড়ুন: ধনী ব্যক্তিদের তালিকায় স্থানচ্যুত মাস্ক! বাজিমাত এই ধনকুবেরের, কত নম্বরে আদানি-আম্বানি?
এটি ছাড়াও এই জেটের 14 টি হার্ডপয়েন্ট রয়েছে। পাশাপাশি, এয়ার-টু-এয়ার, এয়ার-টু-গ্রাউন্ড, এয়ার-টু-সার্ফেস, নিউক্লিয়ার ডিটারেন্স মিসাইলও এতে বসানো যাবে। এর পাশাপাশি, আরও বিভিন্ন ধরণের বোমাও মোতায়েন করা যেতে পারে। ভারতীয় নৌবাহিনী Rafale মেরিন অধিগ্রহণ করতে চলেছে। যেটিতে একাধিক পরিবর্তন করা হয়েছে। যেমন রিইনফোর্সড আন্ডারক্যারেজ, নোজ হুইল, বড় অ্যারেস্টার হুক, ইন্টিগ্রেটেড ল্যাডার ইত্যাদি। Rafale-M 2022 সালের জানুয়ারিতে গোয়ার INS Hansa-তে শোর বেস্ট টেস্ট ফ্যাসিলিটিতে বেশ কয়েকটি ট্রায়াল দিয়েছে। জানিয়ে রাখি যে, এই ফাইটার জেটটিকে ভারতীয় প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে পাশ করানো হয়েছে। কারণ এতে পারমাণবিক অস্ত্রও যুক্ত থাকবে। এটিতে মিটিয়র, স্ক্যাল্প এবং হ্যামার মিসাইল স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।





Made in India