শুক্রবার দিন বাংলাদেশ সফরে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে বাংলাদেশে রীতিমতো অস্থিরতা তৈরির চেষ্টায় নেমে পড়েছে বাংলাদেশের বেশকিছু গ্রুপ। আসলে ২৬ শে মার্চ ২০২১ এ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এতেই রেগে উঠেছে বাংলাদেশের বেশকিছু গ্রূপ ও বামপন্থী সংগঠনগুলি।
প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বেশকিছু স্থানে বিক্ষোভ দেখিয়েছে মোদী বিরোধীরা। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার মতিঝিল শাপলাচত্বর এলকায় মোদী বিরোধী বিক্ষোভ ক্যামেরা বন্দি হয়েছে। যেখানে মোদী বিরোধিরা নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়েছে ও শ্লোগানবাজি করেছে। প্রধানমন্ত্রী মোদীর বিমান বাংলাদেশে নামতে দেওয়া হবে না, এই দাবি জানিয়ে বেশ জোরালো বিক্ষোভ করতে দেখা গেছে মোদী বিরোধীদের।
বৃহস্পতিবার দিন মতিঝিল শাপলাচত্বর এলকায় বিক্ষোভের সময় পুলিশের হাতে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী গ্রেফতার হয়েছেন। জানিয়ে দি, শারীরিক আকৃতি ছোটো হওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশে শিশুবক্তা নামেই পরিচিত। রফিকুল ইসলাম মূলত বাংলাদেশে ইসলামের বিষয়ে বক্তব্য রাখেন। তবে ধার্মিক জ্ঞান দিতে দিতে সম্প্রতি আন্তর্জাতিক ইস্যুতেও লোকজনকে উস্কানি দিতে দেখা রফিকুল মাদানীকে। মোদী বিরোধী বিক্ষোভে রফিকুল ইসলাম সহ আরো ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের ইট, পাথর ছোড়ার দরুন বেশকিছু পুলিশ কর্মী আহত হয়েছেন।
এর আগে ২৩ শে মার্চ প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ দেখা গেছে। ‘প্রগতিশীল ছাত্র জোট’ প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে ঢাকা ইউনিভার্সিটির টিচার্স স্টুডেন্ট সেন্টারের সামনে বিরোধ প্রদর্শনের আয়োজন করেছিল। বামপন্থী গ্রুপ প্রগতিশীল ছাত্র জোটের উপর ছাত্র লীগ হামলা চালিয়েছে বলে খবর সামনে এসেছে। এতে বেশকিছু বামপন্থী মনোভাবাপন্ন ছাত্র নেতা আহত হয়েছে যাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
			 





 Made in India
 Made in India