বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ্যে এল ‘রাগিনী এমএমএস রিটার্নস’ সিজন টু-এর ট্রেলার। বলিউডের বেবি ডল ফের হাজির হয়েছেন ‘হরেক্স’ ছবি নিয়ে। এই ছবির পরতে পরতে যেমন রয়েছে ভয়ের শিরশিরানি, তেমনই রয়েছে শরীরী খেলার আকর্ষণ। তবে এবার সানি একা নন, ছবির মূল চরিত্রে দেখা যাবে দিব্যা আগরওয়াল ও বরুণ সূরকে।

ট্রেলারের প্রথমেই দেখা যায় পরিত্যক্ত ভিক্টোরিয়া ভিলার রহস্য জানার জন্য সেখানে হাজির হয়েছেন সানি লিওন। এরপরেই ছবির চিত্রনাট্য পিছিয়ে যায় অতীতে। দেখা যায় ভিক্টোরিয়া ভিলা হোটেলে ব্যাচেলরেট পার্টি করতে এসেছে দিব্যা ও তাঁর সঙ্গীরা। সেই হোটেলের ম্যানেজার বরুণ। তারপর দেখা যায় দিব্যা বরুণের সঙ্গে ও দলের অন্যান্যরাও নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অবস্থায় তাঁরা একদিন ঠিক করে প্ল্যানচেটের মাধ্যমে অশরীরীদের আহ্বান করবে। এভাবেই শুরু হয় হোটেলে অশরীরী আত্মার আনাগোনা।
তারপর কী হল দিব্যার দলবলের সঙ্গে? সানি কী পারবে এই হোটেলের রহস্য উদ্ধার করতে? সেটা জানতে হলে দেখতে হবে ‘রাগিনী এমএমএস রিটার্নস’ সিজন টু। আগামী ১৮ ডিসেম্বর থেকে জি ৫-এ দেখা যাবে এই ছবি।
প্রসঙ্গত, ট্রেলার মুক্তির আগেই প্রকাশ্যে আসে এই ছবির গান হ্যালো জি। সেখানে সানি লিওনকে দেখা যায় গানের তালে নাচতে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এই গান।





Made in India