বাংলা হান্ট ডেস্ক: কৃষক, কুলির পর এবার কাঠমিস্ত্রির ভূমিকায় ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। একেবারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে নেমে ছুতোরের (Carpenter) ভূমিকায় দেখা গেল তাঁকে।
বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরের (Kirti Nagar) এক আসবাবপত্রের দোকানে ঢুকে পড়েন রাহুল। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, তারপর নিজের হাতে করাতও তুলে নেন রাহুল। কাটেন কাঠও।
মুহূর্তের মধ্যে সেই সব ছবি ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়। রাহুলও সেই ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি দিল্লির কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম ফার্নিচার মার্কেটে গিয়ে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করলাম। কঠোর পরিশ্রমী হওয়া ছাড়াও তাঁরা আশ্চর্য ধরনের শিল্পী। শক্তি এবং সৌন্দর্য খোদাই করার বিশেষজ্ঞ। আমরা অনেক কথা বললাম, তাঁদের দক্ষতা সম্পর্কে বেশ কিছুটা জানলাম এবং কিছুটা শেখার চেষ্টা করলাম।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দিল্লির (Delhi) আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেন রাহুল। তাঁদের পোশাক পরে তাদের সঙ্গে জনসংযোগ করেন। মাথায় তুলে নেন ট্রলিও। সেই ছবিও ভাইরাল হয়। এবার তিনি ধরা দিলেন ছুতোরের ভূমিকায়।
दिल्ली के कीर्तिनगर स्थित एशिया के सबसे बड़े फर्नीचर मार्केट जाकर आज बढ़ई भाइयों से मुलाकात की।
ये मेहनती होने के साथ ही कमाल के कलाकार भी हैं – मज़बूती और खुबसूरती तराशने में माहिर!
काफ़ी बातें हुई, थोड़ा उनके हुनर को जाना और थोड़ा सीखने की कोशिश की। pic.twitter.com/ceNGDWKTR8
— Rahul Gandhi (@RahulGandhi) September 28, 2023
এর আগে কর্ণাটকে (Karnataka) নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন রাহুল। পাশাপাশি ট্রাক চালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপেই ঘুরেছিলেন। আবার কখনও তাঁকে দেখা গিয়েছে গ্যারেজের মেকানিকের ভূমিকায়। পাশাপাশি সবজি বিক্রেতার সঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছেন। এবার আসবাবের বাজারে গিয়ে নজর কাড়লেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে সমস্ত ক্ষেত্রের মানুষের সঙ্গে জনসংযোগ সেরে সংবাদ শিরোনামে কংগ্রেস নেতা (Congress)। লোকসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।





Made in India