বাংলাহান্ট ডেস্ক : অশান্ত সময়ের মাঝে এক ঝলক খুশির ঝলক দেখালেন রাহুল-প্রীতি (Rahul-Prity)। সদ্যোজাত মেয়ের ছবি শেয়ার করলেন অভিনেতা। গত মাসেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন প্রীতি (Prity Biswas)। তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে রাজকন্যা। জীবনের নতুন ইনিংসের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন রাহুল-প্রীতি (Rahul-Prity)। এবার মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।
সন্তানকে প্রকাশ্যে আনলেন রাহুল-প্রীতি (Rahul-Prity)
বাবা মা হওয়ার পর জীবনটা অনেকটাই বদলে গিয়েছে রাহুল-প্রীতির (Rahul-Prity)। সংসারে এসেছে আরেকটি প্রাণ। তার সমস্ত দেখভাল নিজেরাই করছেন রাহুল-প্রীতি। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। এই প্রথম বার মেয়ের ছবি শেয়ার করেছেন তাঁরা। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রাহুল-প্রীতি (Rahul-Prity)। পুঁচকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রাহুল। তাঁর হাতের মধ্যে রয়েছে ছোট্ট দুই হাত। ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘শান্তি’।
আরো পড়ুন : Bus Conductor: আঙুলের ফাঁকে নোট রাখেন বাস কন্ডাকটররা, অতি পরিচিত দৃশ্যের নেপথ্যের কারণ জানেন?
মেয়েকে নিয়েই ব্যস্ত তারকা দম্পতি
বাস্তবিকই এই অশান্ত সময়ের মধ্যে শান্তির হদিস পেয়েছেন রাহুল-প্রীতি (Rahul-Prity)। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, তাঁরা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। কিন্তু তখনই প্রকাশ্যে আসে মা হতে চলেছেন প্রীতি। অবশেষে অগাস্টে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখন একরত্তি মেয়েকে নিয়েই ব্যস্ত রাহুল-প্রীতি।
আরো পড়ুন : Rape Case: আরজিকর কাণ্ডের মাঝেই বড় ঘটনা, স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা আদালতের
অভিনেতা জানান, মেয়ের এখনো কোনো নাম ঠিক করেননি তাঁরা। আপাতত মেয়েকে কিটি বলে ডাকছেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই একটি ভালো নাম ঠিক করবেন মেয়ের জন্য। বর্তমান পরিস্থিতির কোনো ছাপ কি থাকবে মেয়ের নামে? রাহুল বলেন, এখনো পর্যন্ত তেমন কিছু ভাবেননি তাঁরা। তবে থাকতেও পারে।

এর আগে প্রীতি জানিয়েছিলেন, তাঁর মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মেয়ের ডায়াপার বদল থেকে খাওয়ানো, নিজে হাতে করছেন সবটাই। এর মধ্যেও একটা আনন্দ রয়েছে বলে মন্তব্য করেন প্রীতি। তিনি একা নন, নতুন বাবা রাহুলও বিরতি নিয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ এর শুটিং থেকে। অন্য কাজও হাতে নেননি। মেয়ে কাঁদছে কিনা, খিদে পাচ্ছে কিনা সবটাই খেয়াল রাখছেন তিনি।





Made in India