বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকত্ব আইনের সমর্থনে একটি টোল-ফ্রি নম্বরে মিসড কলড দেওয়ার বিষয়টি চালু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেটিকে টক্কর দিতে দেশের যুব সমাজকে হাতিয়ার করতে প্রচেষ্টায় নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের তরফে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে দেশে যত বেকার রয়েছে তাদেরকে ফোন করার আহ্বান জানিয়েছে কংগ্রেস নেতা। বেহাল অর্থনীতি, দেশের বেকারত্ব সমস্যাকে গোটা দেশবাসীর সামনে আরও প্রকট করতে এবং তাতে করে মোদি সরকারকে তুলোধনা করার পরিকল্পনা নিয়েছেন রাহুল গান্ধী।
কংগ্রেসে নেতার চালু করা এই ফোন নম্বরে ফোন করবেন যাঁরা, তাঁদের নাম নিয়ে একটি জাতীয় বেকার পঞ্জী তৈরি হবে। ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে, ওই তালিকা বাজেট অধিবেশনের শেষের দিকে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সনিয়া পুত্র।
যুব কংগ্রেসের দায়িত্বে থাকা এআইসিসির যুগ্ম সচিব কৃষ্ণ আলাভারু প্রশ্ন তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে, সিএএ, এনআরসি, এনপিআর করে কি রোজগান বাড়বে দেশের মানুষের! ভারতের আর্থিক সংকট গোটা বিশ্বকে প্রভাবিত করেছে বলে মনে করছেন তিনি।
এর পাল্টা বিজেপির অন্দর মহলে আলোচনা হয়েছিল, কংগ্রেসের জমানায় দেশে কী বেকার ছিল না? একদিকে মোদি সরকার সিএএ-এনপিআর নিয়ে নিজেদের অবস্থানে অনড়, অন্যদিকে দেশের প্রধান বিরোধী দলও ছাড়তে নারাজ। ময়দানে নেমে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে বিরোধীরা। মোদি সরকারকে আক্রমণ করতে কৌশল তৈরিতে ব্যস্ত বিজেপি বিরোধী দলগুলি।





Made in India