বাংলাহান্ট ডেস্ক : রাইমা সেন (Raima Sen), সৌন্দর্য এবং আভিজাত্যের দুর্দান্ত মিশেল। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি। অনেকেই বলেন, মহানায়িকার বেশ খানিকটা ছাপ রয়েছে রাইমার (Raima Sen) মধ্যেও। তবে কেরিয়ারে দিদা বা মায়ের নাম ভাঙিয়ে চলতে হয়নি রাইমাকে। নিজের যোগ্যতায় বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এবার কি স্বাদ বদলে রাজনীতির জগতে নাম লেখাতে চলেছেন রাইমা (Raima Sen)?
কাজের পরিমাণ কমিয়েছেন রাইমা (Raima Sen)
ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখোপাধ্যায়ের মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রাইমা (Raima Sen)। বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। ৪০ পেরিয়েও তাঁর গ্ল্যামার অনেক অভিনেত্রীর কাছেই ঈর্ষার বিষয়। বর্তমানে অবশ্য কাজের পরিমাণ অনেকটা কমিয়েছেন রাইমা (Raima Sen)। টলিউড, বলিউড মিলিয়ে অনেক বেছে বেছেই কাজ করছেন তিনি।
আরো পড়ুন : ‘অপরাধীদের হাত পা কেটে মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত’, আরজিকর নিয়ে বিষ্ফোরক মিঠুন
রাজনীতিতে পা রাখবেন অভিনেত্রী
রাইমার (Raima Sen) পারিবারিক ব্যাকগ্রাউন্ডে যেমন অভিনয় রয়েছে, তেমনি রয়েছে রাজনীতিও। মা মুনমুন সেন দীর্ঘদিন ছিলেন রাজনৈতিক জগতে। তৃণমূলের হয়ে একাধিক বার সাংসদ পদে জয়ী হয়েছেন তিনি। মায়ের পথ অনুসরণ করেই কি এবার রাজনীতির জগতে পা রাখবেন রাইমাও (Raima Sen)? কী উত্তর দিলেন অভিনেত্রী?
আরো পড়ুন : মুখ খুলতেই থ্রেট-প্রকাশ্যে হুমকি, ‘শেষ দুমাস তো…’, বিষ্ফোরক অভিযোগ কিরণ দত্তের
স্পষ্ট জবাব দিলেন রাইমা
এর আগে রাহুল গান্ধীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন রিয়া সেন। সে সময়ে গুঞ্জন উঠেছিল, রিয়া নাকি কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও কার্যক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে রাইমার (Raima Sen) কী মত? না, এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না অভিনেত্রী। সংবাদ মাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি।

তবে রাইমা এও বলেছেন, এখন তিনি অভিনয়ে ফোকাস করতে চান ঠিকই। তবে আগামী ৫ বছরের মধ্যে একবার রাজনীতির ময়দানেও নিজেথ ভাগ্য পরীক্ষা করতে চান তিনি। কোন দলের হয়ে রাজনীতিতে নামবেন রাইমা, তা অবশ্য এখনি প্রকাশ করেননি অভিনেত্রী।





Made in India