বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহ থেকে ফের বেড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Weather Update)। গরম খানিকটা বাড়লেও কোনও জেলায় অবশ্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। সকল জেলায় গরম থাকলেও, শুধুমাত্র পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার ও রবিবার আবার ওই তিন জেলার পাশাপাশি বাঁকুড়াতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবর। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদেও অস্বস্তিকর আবহাওয়া থাকতে বলে খবর। তাপমাত্রা বৃদ্ধির খবরের পাশাপাশি বৃষ্টি (Rain Forecast) নিয়েও সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।
আজ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শনিবার আবার দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরের (North Bengal) তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই সকল জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারেও তা বজায় থাকবে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ও উঠতে পারে। সোমবার এবং মঙ্গলবার সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূল ঘনিষ্ঠ বিজ্ঞাপন সংস্থার অফিস থেকে উদ্ধার কোটি কোটি টাকা! স্ক্যানারে এক প্রভাবশালী
বুধবার এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ অল্প থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।
আজ উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ শুষ্কই থাকবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বাকি তিন জেলা শুকনো থাকবে। এই দুই দিনই কালিম্পং এবং দার্জিলিংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তের দিন তথা রবিবার উত্তরবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই তিন জেলায় ৪০-৫০ কিলোমিটার/ঘণ্টায় ঝড় উঠতে পারে। বাকি সকল জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে।

সোমবার থেকে বৃহস্পতিবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের পাঁচ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বাংলার নানান জেলার তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী তিনদিনে রাজ্যের নানান জেলার তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে। এরপর অবশ্য তাপমাত্রার খুব একটা বদল হবে না।





Made in India