বাংলা হান্ট ডেস্ক: জুনের গরমে গা জ্বলছে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), ভ্যাপসা গরম সমানে বাড়ছে। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি? সেই আশায় এখন সকলে। এরই মধ্যে কিছুটা স্বস্তির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা না হলেও আগামীকাল থেকে বদলাবে পরিস্থিতি। কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বিকেলের পর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই কোথাও।
হাওয়া অফিস বলছে, বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট চোখে পড়বে। অধিক দুর্যোগের সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সব জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: আমিষ খাবারে ধর্মীয় ভাবাবেগে আঘাত! এমন রেস্তোরাঁ থেকে কেনেন কেন? পাল্টা প্রশ্ন আদালতের
বুধবার থেকে দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পরও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে কোনও সতর্কতা জারি নেই। প্রসঙ্গত, উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির দেখা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত সামান্য বৃষ্টি হচ্ছে কেবল। উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।
ভিডিও দেখুন: https://youtu.be/6UQ-Cfjn27Y?si=idulPKpfkiBjlWpS
উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও পর্যন্ত বর্ষা পৌঁছায়নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। তবে ১৫ থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভবনার রয়েছে।