বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হচ্ছে কই! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু’দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? South Bengal Weather
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে।
আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের স্বামীর অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
মঙ্গলবার ভারী বৃষ্টির সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। গোটা রাজ্যেই আগামী দু’দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তার পরের তিন দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/jhE16GQrYB4?si=SvrzNAPyg5INdVbT

উত্তরবঙ্গে (North Bengal Weather) নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। তবে বৃষ্টির দেখা নেই। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা সাতদিন একই রকম থাকতে পারে আবহাওয়া।





Made in India