সোমবার থেকেই আবহাওয়ার পাল্টি দক্ষিণবঙ্গে! গরমের মধ্যে আজ কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ঘন ঘন মুড সুইং। এই বাড়ছে তাপমাত্রা তো এই ঝেঁপে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে লাফিয়ে বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সেভাবে বৃষ্টি না হলেও সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ভিজবে দক্ষিণবঙ্গ।

দক্ষিণবঙ্গে ফের আবহাওয়া বদলাবে | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে তার আগে আগামী ৩ দিন গরম ও অস্বস্তি চরমে থাকবে। বাতাসে আর্দ্রতাও অনেকটাই বেশি থাকার কারণে বৃষ্টি হলেও অস্বস্তি বাড়তে পারে। সোমবার পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজ তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। দুপুরের দিকে লু এর মতো উষ্ণ শুষ্ক হওয়ারও দাপট থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: ফের অ্যাটলি-দীপিকা ধামাকা! আল্লুর সঙ্গে জুটি বেঁধে কোন চমক আনছেন অভিনেত্রী?

বুধ-বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাবে। আগামী সপ্তাহে ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেছে অনেক আগেই। তবে তা অনেকটাই দুর্বল। এর কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোথাও।

ভিডিও দেখুন: https://youtu.be/YuScrPMJpmE?si=gQ0sQ2KqRdDqIieF

উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু এর মতো শুষ্ক বাতাসের সংঘাতে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি চলছে কম-বেশি। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।