বাংলা হান্ট ডেস্ক: শনি-রবিবারের ঝড় বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। অসহ্যকর গরম থেকে মিলেছে মুক্তি। আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আজও ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। হতে পারে বজ্রপাতও। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী দুঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ, কোথাও আবার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তরের জানাচ্ছে একটু পরই পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং পুরুলিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাজ থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

আরও পড়ুন: এই ‘হেভিওয়েট’ তৃণমূল নেতাই ফাঁসিয়েছে তাকে, আদালতে নাম বলে তোলপাড় ফেললেন আরাবুল!
মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলার। ভিজতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। ওদিকে আজ উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বিশেষভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে৷





Made in India