বাংলা হান্ট ডেস্কঃ খাতায় কলমে দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সেকথা বোঝা দায়। সকাল থেকে খটখটে রোদ, বৃষ্টির দেখা নেই। মাঝেমধ্যে আকাশে মেঘের আনাগোনা হলেও কাজের কাজ হচ্ছে না কিসুই! এর মাঝেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। শীঘ্রই কি শুরু হবে বর্ষার (Monsoon) ‘খেল’? জানাল হাওয়া অফিস (Weather Update)।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall Alert) হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। সেই সঙ্গে এবার গতিও পেয়েছে। হলদিয়া অবধি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে আবার উত্তরপূর্ব ও পূর্ব বঙ্গোপসাগরে আবার ঘূর্ণাবর্ত ফুঁসছে। হাওয়া অফিসের অনুমান, এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তবে এখনও অবধি এই নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ টাকার বিনিময়ে চাকরি! নিয়োগ দুর্নীতিতে এবার স্ক্যানারে পরিমল, কে এই ব্যক্তি? শোরগোল শুরু
এদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত দু’দিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনেও এর এগোনোর সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, আজও এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা তথা দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।





Made in India