বাংলা হান্ট ডেস্ক: রোজই মেঘলা আকাশ, বৃষ্টি নামবে নামবে ভাব। তবে কোথায় কী! আকাশে মেঘ জমলেও বৃষ্টির (Rainfall) দেখা নেই। ভ্যাপসা গরম আর অস্বস্তিতে জেরবার দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকেই অবশ্য প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায়।
গত শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এখন ইসলামপুর পর্যন্ত এসে আটকে রয়েছে। তবে এবার সুখবর দিয়ে IMD. জানিয়েছে, শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে বর্ষা। তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। যদিও বৃহস্পতিবারও বৃষ্টির হবে না কলকাতায়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। ২৩ জুনের পর দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতি ও শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে। তালিকায় থাকবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাও। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত।

আরও পড়ুন: আজকের রাশিফল ২০ জুন, প্রতিটি কাজে বাজিমাত এই চার রাশির
টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। আজ বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।





Made in India