বাংলা হান্ট ডেস্ক: বর্ষা ঢোকার পর অবশেষে স্বস্তি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হয়েছে কলকাতায় (Kolkata)। পূর্বাভাস মতো আজ বৃষ্টির (Rainfall) দাপট বেড়েছে মহানগরে। আজ সকাল থেকেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মহানগরীতে জারি হল সতর্কতা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি আজ ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।
বৃষ্টির পাশাপাশি আজ কলকাতা সহ সব জেলাতেই বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
ওদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে। আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামীকাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আগামী ৪ তারিখ পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক নেতাদের বিশ্বাস করারই দরকার নেই’, মমতার মন্তব্যে পাল্টা দিলেন জাস্টিস সিনহা
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। আগামীকালও একই রকম থাকবে পরিস্থিতি। উত্তরের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।





Made in India